আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৭১
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
সকাল সকাল (যথাসময়ে) জুমু‘আর সালাতে উপস্থিত হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি বিনা ওযরে বিলম্বে আসে তার বর্ণনা
১০৭১. হযরত আবূ সা'ঈদ খুদরী (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: জুমু'আর দিন ফিরিশতাগণ মসজিদের দরজাসমূহে অবস্থান নেন এবং লোকদের মর্যাদা অনুসারে তাদের নাম লিখেন। কাজেই প্রথম আগন্তুক লাভ করে উটের সওয়াব, তারপরের ব্যক্তি লাভ করে গরুর সওয়াব এবং এরপরের ব্যক্তি বকরীর সওয়াব, এরপরের ব্যক্তি মুরগীর সওয়াব এবং এরপরের ব্যক্তি লাভ করে ডিমের সওয়াব। তিনি বলেনঃ মুআযযিন যখন আযান দেন এবং ইমাম যখন (খুতবাদানের জন্য) মিম্বরে বসেন, তখন (ফিরিশতাদের) নথিপত্র গুটিয়ে ফেলা হয়। এরপর তাঁরা মসজিদে প্রবেশ করে মনোযোগ সহকারে খুতবা শোনেন।
(আহমদ হাসান সনদে এবং নাসাঈ হযরত আবু হুরায়রা (রা) সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেন।)
كتاب الْجُمُعَة
التَّرْغِيب فِي التبكير إِلَى الْجُمُعَة وَمَا جَاءَ فِيمَن يتَأَخَّر عَن التبكير من غير عذر
1071 - وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ إِذا كَانَ يَوْم الْجُمُعَة قعدت الْمَلَائِكَة على أَبْوَاب الْمَسَاجِد فيكتبون من جَاءَ من النَّاس على مَنَازِلهمْ فَرجل قدم جزورا وَرجل قدم بقرة وَرجل قدم شَاة وَرجل قدم دجَاجَة وَرجل قدم بَيْضَة
قَالَ فَإِذا أذن الْمُؤَذّن وَجلسَ الإِمَام على الْمِنْبَر طويت الصُّحُف ودخلوا الْمَسْجِد يَسْتَمِعُون الذّكر

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَرَوَاهُ النَّسَائِيّ بِنَحْوِهِ من حَدِيث أبي هُرَيْرَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান