আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৪২
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯৪২. হযরত আবু উবায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ (রা) বলেছেন: তাওরাতে আছে যে,
যারা বিছানায় পিঠ লাগায় না, আল্লাহ তা'আলা তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন এমন বন্ধু, যা সে চোখে দেখেনি, কানে শুনেনি, মানব অন্তর চিন্তাও করতে পারে নি, তা জানে না কোন মুকাররম ফিরিশতা এবং কোন নবী রাসূল। তিনি বলেন, আমরা তা তিলাওয়াত করিঃ
فَلَا تعلم نفس مَا أُخْفِي لَهُم من قُرَّة أعين
(হাকিম হাদীসটি বর্ণনা করেছেন এবং একে সহীহ বলেছেন।)
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] হযরত আবু উবায়দা (রা) হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে এ হাদীসটি শুনেননি। তবে কেউ কেউ বলেন, শুনেছেন।
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
942 - وَعَن أبي عُبَيْدَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ عبد الله إِنَّه مَكْتُوب فِي التَّوْرَاة لقد أعد الله للَّذين تَتَجَافَى جنُوبهم عَن الْمضَاجِع مَا لم تَرَ عين وَلم تسمع أذن وَلم يخْطر على قلب بشر وَلَا يُعلمهُ ملك مقرب وَلَا نَبِي مُرْسل
قَالَ وَنحن نقرؤها {فَلَا تعلم نفس مَا أُخْفِي لَهُم من قُرَّة أعين} السَّجْدَة 71 الْآيَة
رَوَاهُ الْحَاكِم وَصَححهُ

قَالَ الْحَافِظ أَبُو عُبَيْدَة لم يسمع من عبد الله بن مَسْعُود وَقيل سمع
tahqiqতাহকীক:তাহকীক চলমান