আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৪১
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯৪১. হযরত উকবা ইবন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা) কে বলতে শুনেছি: আমার উম্মাতের এক ব্যক্তি যখন উযু করে কিয়ামুল-লায়ল করে, অথচ তার উপর থাকে (শয়তানের দেওয়া) গিরা। আর যখন সে উভয় হাত ধৌত করে, তখন তার একটি গিরা ছুটে যায়, যখন সে উভয় হাত ধৌত করে, তখন তার একটা গিরা ছুটে যায়, যখন সে চেহারা ধৌত করে, তখন আর একটা গিরা ছুটে যায়, যখন সে মাথা মাসেহ করে, তখন আর একটা গিরা ছুটে যায়, যখন সে উভয় পা ধৌত করে, তখন সব গিরা ছুটে যায়। এ সময় আল্লাহ তা'আলা তাঁর নিকটে অবস্থানকারীদের বলেনঃ তোমরা আমার এই বান্দার প্রতি তাকাও, সে নিজকে আমাদের কাছে পেশ করে দিয়ে প্রার্থনা করছে। সে আমার কাছে যা চাচ্ছে, তা তার জন্য অবধারিত রয়েছে।
(আহমদ এবং ইবন হিব্বান নিজ শব্দযোগে তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
941 - وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الرجل من أمتِي يقوم من اللَّيْل يعالج نَفسه إِلَى الطّهُور وَعَلِيهِ عقد فَإِذا وضأ يَدَيْهِ انْحَلَّت عقدَة وَإِذا وضأ وَجهه انْحَلَّت عقدَة وَإِذا مسح رَأسه انْحَلَّت عقدَة وَإِذا وضأ رجلَيْهِ انْحَلَّت عقدَة فَيَقُول الله عز وَجل للَّذين وَرَاء الْحجاب انْظُرُوا إِلَى عَبدِي هَذَا يعالج نَفسه يسألني مَا سَأَلَني عَبدِي هَذَا فَهُوَ لَهُ

رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান