আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৪০
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯৪০. হযরত ইবন মাসউদ (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: আমাদের রব দুই ব্যক্তির প্রতি প্রসন্ন। তারা হলঃ ১. এমন এক ব্যক্তি, যে তার প্রিয়তমা স্ত্রী ও আপন মোলায়েম বিছানা ছেড়ে লাফ দিয়ে উঠে সালাত আদায় করে। আল্লাহ তা'আলা তাঁর ফিরিশতাদের এ ব্যক্তি সম্পর্কে বলেন: তোমরা আমার বান্দার প্রতি তাকাও, যে তার প্রিয়তমা স্ত্রী ও তার নরম বিছানা ছেড়ে সালাত আদায়ের জন্য লাফিয়ে উঠেছে, আমার পুরষ্কারের আশা এবং আমার শাস্তির ভয়ে। ২. আর ঐ মুজাহিদ, যে আল্লাহর পথে জিহাদ করেছে এবং পরাজিত হয়ে আপন সংগীদের সাথে পালিয়েছে। এরপর সে বুঝতে পেরেছে যে, পালিয়ে যাওয়ার মধ্যে কি অকল্যাণ এবং প্রত্যাবর্তনের মধ্যে কি কল্যাণ রয়েছে। সুতরাং সে পূনঃ (জিহাদে) প্রত্যাবর্তন করেছে, এমন কি সে শাহাদাত বরণ করেছে। তার সম্পর্কে আল্লাহ তা'আলা তাঁর ফিরিশতাদের বলেন: আমরা বান্দার প্রতি তাকাও, যে আমার পুরস্কার প্রাপ্তির আশায় প্রত্যাবর্তন করেছে এবং আযাবের ভয়ে তার রক্ত প্রবাহিত করেছে।
(ইমাম আহমদ, আবু ইয়ালা, তাবারানী ও ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। তাবারানী মাওকূফ সূত্রে হাসান সনদে নিজ শব্দযোগে বর্ণনা করেন: আল্লাহ তা'আলা দুই ব্যক্তির প্রতি সন্তুষ্ট। তারা হলঃ ১. এমন এক ব্যক্তি যে শীতের রাতে তার বিছানা ও লেপ ছেড়ে উঠে এবং উযূ করে সালাত আদায় করে। আল্লাহ ফিরিশতাদের লক্ষ্য করে বলেন: এহেন কাজে আমার বান্দাকে, কি সে অনুপ্রাণিত করল? তারা বলেন ও হে আমাদের রব! সে আপনার কাছে সওয়াবের প্রত্যাশী এবং আপনার শাস্তির ব্যাপার ভীত-সন্ত্রস্ত। তিনি বলেনঃ সে যার আশা করছে, আমি তা তাকে দান করলাম এবং সে যার ভয়ে ভীত-সন্ত্রস্ত, আমি তা থেকে তাকে নিরাপত্তা দান করলাম। এরপর তিনি অবশিষ্ট হাদীসের অনুরূপ বর্ণনা করেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
940 - وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ عجب رَبنَا تَعَالَى من رجلَيْنِ رجل ثار عَن وطائه ولحافه من بَين أَهله وحبه إِلَى صلَاته فَيَقُول الله جلّ وَعلا انْظُرُوا إِلَى عَبدِي ثار عَن فرَاشه ووطائه من بَين حبه وَأَهله إِلَى صلَاته رَغْبَة فِيمَا عِنْدِي وشفقة مِمَّا عِنْدِي
وَرجل غزا فِي سَبِيل الله وَانْهَزَمَ أَصْحَابه وَعلم مَا عَلَيْهِ فِي الانهزام وَمَا لَهُ فِي الرُّجُوع فَرجع حَتَّى يهريق دَمه فَيَقُول الله انْظُرُوا إِلَى عَبدِي رَجَعَ رَجَاء فِيمَا عِنْدِي وشفقة مِمَّا عِنْدِي حَتَّى يهريق دَمه

رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَالطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَرَوَاهُ الطَّبَرَانِيّ مَوْقُوفا بِإِسْنَاد حسن وَلَفظه إِن الله ليضحك إِلَى رجلَيْنِ رجل قَامَ فِي لَيْلَة بَارِدَة من فرَاشه ولحافه ودثاره فَتَوَضَّأ ثمَّ قَامَ إِلَى الصَّلَاة فَيَقُول الله عز وَجل لملائكته مَا حمل عَبدِي هَذَا على مَا صنع فَيَقُولُونَ رَبنَا رَجَاء مَا عنْدك وشفقة مِمَّا عنْدك فَيَقُول فَإِنِّي قد أَعْطيته مَا رجا وآمنته مِمَّا يخَاف
وَذكر بَقِيَّته