আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৩৯
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯৩৯. হযরত আবুদ-দারদা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: তিনদল লোক আল্লাহর নিকট প্রিয়। তিনি তাদের ব্যাপারে হাসেন এবং তাদেরকে সুসংবাদ দেন। তারা হলঃ ১. ঐ ব্যক্তি, যে তার দলের অগ্রভাগে থেকে খোলা তরবারি নিয়ে আল্লাহর উদ্দেশ্যে যুদ্ধ করে, পরে সে শাহাদাত বরণ করে অথবা তাকে আল্লাহ বিজয়ী করেন এবং তিনিই তার জন্য যথেষ্ট। তিনি বলেন: আমার এই বান্দার প্রতি তাকাও কীভাবে সে ধৈর্য ধারণ করেছে? ২. ঐ ব্যক্তি, যার রয়েছে অনিন্দ্য সুন্দরী স্ত্রী এবং মোলায়েম বিছানা, তবুও সে কিয়ামুল-লায়ল করে। তিনি বলেন: সে তার প্রবৃত্তি বর্জন করেছে এবং আমার যিকর করেছে, ইচ্ছে করলে সে ঘুমোতে পারত এবং ৩. ঐ মুসাফির, যে একটি বাহনের কাফেলার সাথে সফরে বের হয়, কিন্তু তারা কিছুক্ষণ রাত জাগার পর সকলে নিদ্রায় গেলে সে লোকটি শেষরাত পর্যন্ত সুখে-দুঃখে আল্লাহর দরবারে জেগেই কাটায়।
(তাবারানী 'কাবীর' গ্রন্থে হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
939 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة يُحِبهُمْ الله ويضحك إِلَيْهِم ويستبشر بهم الَّذِي إِذا انكشفت فِئَة قَاتل وَرَاءَهَا بِنَفسِهِ لله عز وَجل فإمَّا أَن يقتل وَإِمَّا أَن ينصره الله عز وَجل ويكفيه فَيَقُول انْظُرُوا إِلَى عَبدِي هَذَا كَيفَ صَبر لي بِنَفسِهِ وَالَّذِي لَهُ امْرَأَة حَسَنَة وفراش لين حسن فَيقوم من اللَّيْل فَيَقُول يذر شَهْوَته ويذكرني وَلَو شَاءَ رقد وَالَّذِي إِذا كَانَ فِي سفر وَكَانَ مَعَه ركب فسهروا ثمَّ هجعوا فَقَامَ من السحر فِي ضراء وسراء

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান