আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯৩৮
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯৩৮. হযরত আবদুল্লাহ ইবন মাস'উদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি সূরা বাকারা ও সূরা আলে ইমরান দ্বারা কিয়ামুল-লায়ল করে, আল্লাহ তাকে কোন কল্যাণ থেকে বঞ্চিত করেন না।
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। এই হাদীসের সনদে বাকীয়া নামে একজন বিতর্কিত রাবী রয়েছেন।)
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। এই হাদীসের সনদে বাকীয়া নামে একজন বিতর্কিত রাবী রয়েছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
938 - وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا خيب الله امْرأ قَامَ فِي جَوف اللَّيْل فَافْتتحَ سُورَة الْبَقَرَة وَآل عمرَان
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَفِي إِسْنَاده بَقِيَّة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَفِي إِسْنَاده بَقِيَّة