আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯৩৭
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯৩৭. হযরত আমর ইবন আম্বাসা (রা) থেকে বর্ণিত। তিনি নবী (সা) কে বলতে শুনেছেন: বান্দা শেষরাতের আমল দ্বারাই তার রবের অধিক নৈকট্য অর্জন করে। কাজেই সে সময়ে যারা আল্লাহর যিকর করে, তুমি তাদের অন্তর্ভুক্ত হও।
(তিরমিযী নিজ শব্দযোগে এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। ইমাম তিরমিযী বলেন: এ হাদীসটি হাসান-সহীহ-গরীব।)
(তিরমিযী নিজ শব্দযোগে এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। ইমাম তিরমিযী বলেন: এ হাদীসটি হাসান-সহীহ-গরীব।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
937 - وَعَن عَمْرو بن عَنْبَسَة رَضِي الله عَنهُ أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أقرب مَا يكون الرب من العَبْد فِي جَوف اللَّيْل الآخر فَإِن اسْتَطَعْت أَن تكون مِمَّن يذكر الله فِي تِلْكَ السَّاعَة فَكُن
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح غَرِيب
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح غَرِيب