আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ৯৪৩
অধ্যায়ঃ নফল
কিয়ামুল লায়লের প্রতি অনুপ্রেরণা
৯৪৩. হযরত আবদুল্লাহ ইবন আবু কায়স (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আয়েশা (রা) বলেছেন: তোমরা কখনও কিয়ামুল-লায়ল পরিত্যাগ করবে না। কেননা রাসূলুল্লাহ (সা) তা কখনো পরিত্যাগ করেননি। এমন কি যখন তিনি রোগাক্রান্ত হয়ে পড়তেন অথবা অবসাদগ্রস্ত হয়ে পড়তেন, তখনও তিনি বসে সালাত আদায় করতেন।
(আবু দাউদ ও ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন।)
(আবু দাউদ ও ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي قيام اللَّيْل
943 - وَعَن عبد الله بن أبي قيس رَضِي الله عَنهُ قَالَ قَالَت عَائِشَة رَضِي الله عَنْهَا لَا
تدع قيام اللَّيْل فَإِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ لَا يَدعه وَكَانَ إِذا مرض أَو كسل صلى قَاعِدا
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن خُزَيْمَة فِي صَحِيحه
تدع قيام اللَّيْل فَإِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ لَا يَدعه وَكَانَ إِذا مرض أَو كسل صلى قَاعِدا
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن خُزَيْمَة فِي صَحِيحه