আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৭৫০
অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৫০. হযরত আবূ মাসউদ বদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলল্লাহ (সা) বললেন: লোকের রুকু ও সিজদায় পিঠ সোজা করা ব্যতীত সালাত আদায় হবে না।
(আহমদ, আবু দাউদ নিজ শব্দযোগে, তিরমিযী নাসাঈ, ইবন মাজাহ, ইবন খুযারমা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। তাবারানী এবং বায়হাকীও অনুরূপ বর্ণনা করেছেন। তাঁরা বলেছেন, হাদীসের সনদটি সহীহ ও সুদৃঢ়। ইমাম তিরমিযী বলেন: হাদীসটি হাসান-সহীহ।)
(আহমদ, আবু দাউদ নিজ শব্দযোগে, তিরমিযী নাসাঈ, ইবন মাজাহ, ইবন খুযারমা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। তাবারানী এবং বায়হাকীও অনুরূপ বর্ণনা করেছেন। তাঁরা বলেছেন, হাদীসের সনদটি সহীহ ও সুদৃঢ়। ইমাম তিরমিযী বলেন: হাদীসটি হাসান-সহীহ।)
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
750 - عَن أبي مَسْعُود البدري رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تجزىء
صَلَاة الرجل حَتَّى يُقيم ظَهره فِي الرُّكُوع وَالسُّجُود
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ وَقَالا إِسْنَاده صَحِيح ثَابت وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
صَلَاة الرجل حَتَّى يُقيم ظَهره فِي الرُّكُوع وَالسُّجُود
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَرَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ وَقَالا إِسْنَاده صَحِيح ثَابت وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح


বর্ণনাকারী: