আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭৪৯
অধ্যায়ঃ নামাজ
রুকু-সিজদায় ইমামের আগে মুক্তাদীর মাথা উঠানোর প্রতি ভীতি প্রদর্শন
৭৪৯. হযরত আবু হুরায়রা (রা) থেকেই নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেনঃ ইমামের পূর্বে যে মাথা নিম্নগামী করে এবং মাথা উত্তোলন করে, তার কপাল থাকে শয়তানের হাতে ন্যস্ত।
(বাযযার এবং তাবারানী হাদীসটি হাসান সনদে বর্ণনা করেছেন। ইমাম মালিক মুয়াত্তায় অনুরূপ বর্ণনা করেছেন। তবে তাঁর সনদে হাদীসটি মারফু হিসেবে বর্ণিত হয়নি।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من رفع الْمَأْمُوم رَأسه قبل الإِمَام فِي الرُّكُوع وَالسُّجُود
749 - وَعنهُ أَيْضا رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الَّذِي يخْفض وَيرْفَع قبل الإِمَام إِنَّمَا ناصيته بيد شَيْطَان
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَرَوَاهُ مَالك فِي الْمُوَطَّأ فَوَقفهُ عَلَيْهِ وَلم يرفعهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান