আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৭৫১
অসম্পূর্ণ রুকু-সিজদা করার প্রতি ভীতি প্রদর্শন, রুকু-সিজদার মাঝে পিঠ সোজা করা এবং সালাতে আল্লাহ-ভীতি প্রসঙ্গে
৭৫১. হযরত আব্দুর রহমান ইবনে শিবল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) তিনটি কাজ করতে নিষেধ করেছেন। তা হলঃ ১. সিজদায় কাকের মত ঠোকর মারা, ২. হিংস্র প্রাণীর ন্যায় সমস্ত অংগ বিছিয়ে
দেওয়া এবং ৩. উটের মত মসজিদে নিজের স্থান নির্দিষ্ট করে নেওয়া।
(আহমদ, আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ এবং ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে হাসীসটি বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من عدم إتْمَام الرُّكُوع وَالسُّجُود وَإِقَامَة الصلب بَينهمَا وَمَا جَاءَ فِي الْخُشُوع
751 - وَعَن عبد الرَّحْمَن بن شبْل رَضِي الله عَنهُ قَالَ نهى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن نقرة الْغُرَاب وافتراش السَّبع وَأَن يوطن الرجل الْمَكَان فِي الْمَسْجِد كَمَا يوطن الْبَعِير
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৭৫১ | মুসলিম বাংলা