আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৯০
বিনা ওযরে আসরের সালাত ছুটে যাওয়ার ভয়াবহ পরিণাম
৬৯০. হযরত বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) বলেছেনঃ যে ব্যক্তি আসরের সালাত তরক করবে, তার আমল নিষ্ফল হয়ে যাবে।
(বুখারী, নাসাঈ ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজার শব্দমালা হলোঃ তোমরা মেঘাচ্ছন্ন দিনে সালাত তাড়াতাড়ি আদায় করবে, কেননা যে তার আসরের সালাত ছেড়ে দেবে, তাঁর আমল নিষ্ফল হবে।)
التَّرْهِيب من فَوَات الْعَصْر بِغَيْر عذر
690 - عَن بُرَيْدَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم من ترك صَلَاة الْعَصْر فقد حَبط عمله

رَوَاهُ البُخَارِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَلَفظه قَالَ بَكرُوا بِالصَّلَاةِ فِي يَوْم الْغَيْم فَإِنَّهُ من فَاتَتْهُ صَلَاة الْعَصْر حَبط عمله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৯০ | মুসলিম বাংলা