আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৮৯
ফজর, আসর ও মাগরিবের পর যে সকল যিকর করার প্রতি অনুপ্রাণিত করা হয়েছে, তার বিবরণ
৬৮৯. হযরত মু'আয ইবন জাবাল (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি: যে ব্যক্তি ফজর ও আসরের সালাত আদায়ের পর তিনবার বলবেঃ
أسْتَغْفر الله الَّذِي لَا إِلَه إِلَّا هُوَ الْحَيّ القيوم وَأَتُوب إِلَيْهِ
“আমি ক্ষমা প্রার্থনা করছি ঐ আল্লাহর কাছে, যিনি ব্যতীত আর কোন ইলাহ নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী এবং আমি তাঁরই নিকট তওবা করছি।" তার পাপরাশি মোচন করা হবে, যদিও তা সমুদ্রের ফেনারাশির অনুরূপ হয়।
ইবনুস-সুন্নী তাঁর কিতাবে এ হাদীসটি বর্ণনা করেছেন।
[হাফিয মুনযিরী (র) বলেন:] নবী (সা) এর বাণী دبر الصَّلَوَات إِذا أصبح وَإِذا أَمْسَى (সালাতের পরে সকালবেলা ও সন্ধ্যাবেলা) প্রত্যেকটির জন্য সামনে পৃথক পৃথক অনুচ্ছেদ আসবে ইনশা আল্লাহ। "যানবাহনের ইল্ল্ম অর্জন" শীর্ষক অনুচ্ছেদে কাবীসা (রা) সূত্রে বর্ণিত আছে যে, নবী কাবীসা (রা)-কে বলেনঃ হে কাবীসা! তুমি যখন সকালের সালাত আদায় করবে, তখন তুমি নিম্নোক্ত দু'আ তিনবার পড়বে: سُبْحَانَ الله الْعَظِيم وَبِحَمْدِهِ تعافى من الْعَمى والجذام والفلج মহান আল্লাহ পূত পবিত্র, তাঁর ও তাঁর প্রশংসায় রহিত হয় অন্ধত্ব, কুষ্ঠরোগ এবং অবশ্য রোগ।"
(আহমদ হাদীসটি বর্ণনা করেছেন।)
أسْتَغْفر الله الَّذِي لَا إِلَه إِلَّا هُوَ الْحَيّ القيوم وَأَتُوب إِلَيْهِ
“আমি ক্ষমা প্রার্থনা করছি ঐ আল্লাহর কাছে, যিনি ব্যতীত আর কোন ইলাহ নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী এবং আমি তাঁরই নিকট তওবা করছি।" তার পাপরাশি মোচন করা হবে, যদিও তা সমুদ্রের ফেনারাশির অনুরূপ হয়।
ইবনুস-সুন্নী তাঁর কিতাবে এ হাদীসটি বর্ণনা করেছেন।
[হাফিয মুনযিরী (র) বলেন:] নবী (সা) এর বাণী دبر الصَّلَوَات إِذا أصبح وَإِذا أَمْسَى (সালাতের পরে সকালবেলা ও সন্ধ্যাবেলা) প্রত্যেকটির জন্য সামনে পৃথক পৃথক অনুচ্ছেদ আসবে ইনশা আল্লাহ। "যানবাহনের ইল্ল্ম অর্জন" শীর্ষক অনুচ্ছেদে কাবীসা (রা) সূত্রে বর্ণিত আছে যে, নবী কাবীসা (রা)-কে বলেনঃ হে কাবীসা! তুমি যখন সকালের সালাত আদায় করবে, তখন তুমি নিম্নোক্ত দু'আ তিনবার পড়বে: سُبْحَانَ الله الْعَظِيم وَبِحَمْدِهِ تعافى من الْعَمى والجذام والفلج মহান আল্লাহ পূত পবিত্র, তাঁর ও তাঁর প্রশংসায় রহিত হয় অন্ধত্ব, কুষ্ঠরোগ এবং অবশ্য রোগ।"
(আহমদ হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي أذكار يَقُولهَا بعد الصُّبْح وَالْعصر وَالْمغْرب
689 - وَرُوِيَ عَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من قَالَ بعد صَلَاة الْفجْر ثَلَاث مَرَّات وَبعد الْعَصْر ثَلَاث مَرَّات أسْتَغْفر الله الَّذِي لَا إِلَه إِلَّا هُوَ
الْحَيّ القيوم وَأَتُوب إِلَيْهِ كفرت عَنهُ ذنُوبه وَإِن كَانَت مثل زبد الْبَحْر
رَوَاهُ ابْن السّني فِي كِتَابه
قَالَ الْحَافِظ وَأما مَا يَقُوله دبر الصَّلَوَات إِذا أصبح وَإِذا أَمْسَى فَلِكُل مِنْهُمَا بَاب يَأْتِي إِن شَاءَ الله تَعَالَى وَتقدم فِي بَاب الرحلة فِي طلب الْعلم حَدِيث قبيصَة وَفِيه أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَهُ يَا قبيصَة إِذا صليت الصُّبْح فَقل ثَلَاثًا سُبْحَانَ الله الْعَظِيم وَبِحَمْدِهِ تعافى من الْعَمى والجذام والفلج
رَوَاهُ أَحْمد
الْحَيّ القيوم وَأَتُوب إِلَيْهِ كفرت عَنهُ ذنُوبه وَإِن كَانَت مثل زبد الْبَحْر
رَوَاهُ ابْن السّني فِي كِتَابه
قَالَ الْحَافِظ وَأما مَا يَقُوله دبر الصَّلَوَات إِذا أصبح وَإِذا أَمْسَى فَلِكُل مِنْهُمَا بَاب يَأْتِي إِن شَاءَ الله تَعَالَى وَتقدم فِي بَاب الرحلة فِي طلب الْعلم حَدِيث قبيصَة وَفِيه أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَهُ يَا قبيصَة إِذا صليت الصُّبْح فَقل ثَلَاثًا سُبْحَانَ الله الْعَظِيم وَبِحَمْدِهِ تعافى من الْعَمى والجذام والفلج
رَوَاهُ أَحْمد
