আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৮৮
ফজর, আসর ও মাগরিবের পর যে সকল যিকর করার প্রতি অনুপ্রাণিত করা হয়েছে, তার বিবরণ
৬৮৮. হযরত আবদুর রহমান ইবন গুনম্ (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি মাগরিব ও ফজরের সালাত আদায়ের পরে বাড়িতে ফেরার পূর্বে দশবার সালাতের সূরাতে বসে নিম্নোক্ত দু'আ পাঠ করবে: لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد يحيي وَيُمِيت وَهُوَ على كل شَيْء قدير
"আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। তিনি এক, তাঁর কোন শরীক নেই, সমস্ত রাজত্ব তাঁর। সকল প্রশংসা তাঁর, তিনি জীবন দেন এবং তিনিই মৃত্যু দেন এবং তিনি সব কিছুর উপর শক্তি রাখেন।" আল্লাহ তাকে প্রতিবারের বিনিময়ে দেবেন দশটি করে নেকী, তার দশটি গুনাহ মাফ করবেন এবং দশটি মর্যাদা সমুন্নত
করবেন, তাকে রক্ষা করবেন বিপদাপদ থেকে এবং অভিশপ্ত শয়তান থেকে। তার শিরক ব্যতীত অন্য গুনাহ ধর্তব্য হবে না। সে হবে আমলের দিক থেকে মানুষের মধ্যে শ্রেষ্ঠতম, তবে সে ব্যতীত, যার রয়েছে অধিক আমল। তিনি বলেন, উপরোক্ত ব্যক্তি থেকে যে ব্যক্তি বেশি বলেছে।
(আহমদ হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর সনদের মধ্যে শাহর ইবন হাওশাব ব্যতীত সবাই সহীহ সনদে এ হাদীস বর্ণনা করেন। আবদুর রহমান ইবন গুনম সাহাবী হওয়ার বিষয়ে দ্বিমত রয়েছে। তবে অন্য সূত্রে তাঁদের বর্ণনা সহীহ। এ হাদীসটি একদল সাহাবা (রা) বর্ণনা করেছেন।)
"আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। তিনি এক, তাঁর কোন শরীক নেই, সমস্ত রাজত্ব তাঁর। সকল প্রশংসা তাঁর, তিনি জীবন দেন এবং তিনিই মৃত্যু দেন এবং তিনি সব কিছুর উপর শক্তি রাখেন।" আল্লাহ তাকে প্রতিবারের বিনিময়ে দেবেন দশটি করে নেকী, তার দশটি গুনাহ মাফ করবেন এবং দশটি মর্যাদা সমুন্নত
করবেন, তাকে রক্ষা করবেন বিপদাপদ থেকে এবং অভিশপ্ত শয়তান থেকে। তার শিরক ব্যতীত অন্য গুনাহ ধর্তব্য হবে না। সে হবে আমলের দিক থেকে মানুষের মধ্যে শ্রেষ্ঠতম, তবে সে ব্যতীত, যার রয়েছে অধিক আমল। তিনি বলেন, উপরোক্ত ব্যক্তি থেকে যে ব্যক্তি বেশি বলেছে।
(আহমদ হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর সনদের মধ্যে শাহর ইবন হাওশাব ব্যতীত সবাই সহীহ সনদে এ হাদীস বর্ণনা করেন। আবদুর রহমান ইবন গুনম সাহাবী হওয়ার বিষয়ে দ্বিমত রয়েছে। তবে অন্য সূত্রে তাঁদের বর্ণনা সহীহ। এ হাদীসটি একদল সাহাবা (রা) বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي أذكار يَقُولهَا بعد الصُّبْح وَالْعصر وَالْمغْرب
688 - وَعَن عبد الرَّحْمَن بن غنم رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ من قَالَ قبل أَن ينْصَرف ويثني رجلَيْهِ من صَلَاة الْمغرب وَالصُّبْح لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد يحيي وَيُمِيت وَهُوَ على كل شَيْء قدير عشر مَرَّات كتب الله لَهُ بِكُل وَاحِدَة عشر حَسَنَات ومحا عَنهُ عشر سيئات وَرفع لَهُ عشر دَرَجَات وَكَانَت لَهُ حرْزا من كل مَكْرُوه وحرزا من الشَّيْطَان الرَّجِيم وَلم يحل للذنب أَن يُدْرِكهُ إِلَّا الشّرك وَكَانَ من أفضل النَّاس عملا إِلَّا رجلا يفضله يَقُول أفضل مِمَّا قَالَ
رَوَاهُ أَحْمد وَرِجَاله رجال الصَّحِيح غير شهر بن حَوْشَب وَعبد الرَّحْمَن بن غنم مُخْتَلف فِي صحبته وَقد رُوِيَ هَذَا الحَدِيث عَن جمَاعَة من الصَّحَابَة رَضِي الله عَنْهُم
رَوَاهُ أَحْمد وَرِجَاله رجال الصَّحِيح غير شهر بن حَوْشَب وَعبد الرَّحْمَن بن غنم مُخْتَلف فِي صحبته وَقد رُوِيَ هَذَا الحَدِيث عَن جمَاعَة من الصَّحَابَة رَضِي الله عَنْهُم
