আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৮৭
ফজর, আসর ও মাগরিবের পর যে সকল যিকর করার প্রতি অনুপ্রাণিত করা হয়েছে, তার বিবরণ
৬৮৭. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি ফজরের সালাত
আদায় করে (মুসাল্লায়) সালাতের সূরাতে বসে একশবার বলবেঃ
لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد يحيي وَيُمِيت بِيَدِهِ الْخَيْر وَهُوَ على كل شَيْء قدير
"আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, সমস্ত রাজত্ব তাঁর, সকল প্রশংসা তাঁর। তিনি জীবন দেন এবং তিনিই মৃত্যু দেন, তাঁর হাতেই প্রভৃত কল্যাণ, তিনি সব কিছুর উপর শক্তিশালী।" সে হবে পৃথিবীবাসীর মধ্যে আমলের দিক থেকে শ্রেষ্ঠ, তবে যে ব্যক্তি তার ন্যায় বলবে, তার জন্যও অনুরূপ সওয়াব রয়েছে। অথবা যা সে বলেছে তদপেক্ষা বেশি।
হাদীসটি তাবারানী উত্তম সনদে 'আওসাত' গ্রন্থে বর্ণনা করেছেন এবং 'কাবীর' গ্রন্থে হযরত আবুদ-দারদা (রা) সূত্রে নিম্নোক্ত শব্দযোগে বর্ণনা করেনঃ যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে কথা বলার পূর্বে দশবার বলবে:
لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد يحيي وَيُمِيت بِيَدِهِ الْخَيْر وَهُوَ على كل شَيْء قدير
"আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। তিনি এক, তাঁর কোন শরীক নেই, সমস্ত রাজত্ব তাঁর, তাঁরই সমস্ত প্রশংসা, তিনি জীবন দেন এবং তিনি মৃত্যু দেন, তাঁর হাতেই প্রভৃত কল্যাণ, তিনি সব কিছুর উপর শক্তিশালী।" আল্লাহ তা'আলা তাকে প্রতিবারের বিনিময়ে দশটি করে নেকী দেবেন। দশটি পাপ মোচন করবেন এবং দশটি মর্যাদা সমুন্নত করবেন। আর সেদিন তা তাকে যাবতীয় বিপদ থেকে মুক্ত রাখবে এবং অভিশপ্ত শয়তান থেকে হিফাযত করবে। আর প্রতিবার পাঠের বিনিময়ে রয়েছে, এক-একটি ইসমাঈল বংশীয় দাস মুক্তির সওয়াব। আর তার প্রতিটি দাসের মূল্য রয়েছে বার হাজার দিরহাম। সেদিন তার কোন গুনাহ থাকবে না, তবে আল্লাহর সাথে শিরক ব্যতীত। যে ব্যক্তি মাগরিবের সালাত আদায় করে অনুরূপ বলবে, তার জন্য রয়েছে অনুরূপ সওয়াব।
التَّرْغِيب فِي أذكار يَقُولهَا بعد الصُّبْح وَالْعصر وَالْمغْرب
687 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَالَ دبر صَلَاة الْغَدَاة لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد يحيي وَيُمِيت بِيَدِهِ الْخَيْر وَهُوَ على كل شَيْء قدير مائَة مرّة قبل أَن يثني رجلَيْهِ كَانَ يَوْمئِذٍ من أفضل أهل الأَرْض عملا إِلَّا من قَالَ مثل مَا قَالَ أَو زَاد على مَا قَالَ

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد جيد وَرَوَاهُ فِيهِ وَفِي الْكَبِير أَيْضا من حَدِيث أبي الدَّرْدَاء وَلَفظه من قَالَ بعد صَلَاة الصُّبْح وَهُوَ ثَان رجلَيْهِ قبل أَن يتَكَلَّم لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد يحيي وَيُمِيت بِيَدِهِ الْخَيْر وَهُوَ على كل شَيْء قدير عشر مَرَّات
كتب الله لَهُ بِكُل مرّة عشر حَسَنَات ومحا عَنهُ عشر سيئات وَرفع لَهُ عشر دَرَجَات وَكن لَهُ فِي يَوْمه ذَلِك حرْزا من كل مَكْرُوه وحرسا من الشَّيْطَان الرَّجِيم وَكَانَ لَهُ بِكُل مرّة عتق رَقَبَة من ولد إِسْمَاعِيل ثمن كل رَقَبَة اثْنَا عشر ألفا وَلم يلْحقهُ يَوْمئِذٍ ذَنْب إِلَّا الشّرك بِاللَّه وَمن قَالَ ذَلِك بعد صَلَاة الْمغرب كَانَ لَهُ مثل ذَلِك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৮৭ | মুসলিম বাংলা