আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৮৬
ফজর, আসর ও মাগরিবের পর যে সকল যিকর করার প্রতি অনুপ্রাণিত করা হয়েছে, তার বিবরণ
৬৮৬. হযরত মুআয ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্ললাহ (সা) বলেছেন: যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে দশবার বলবে: لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد بِيَدِهِ الْخَيْر وَهُوَ على كل شَيْء قدير
"আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই। সমস্ত রাজত্ব তাঁর, সকল প্রশংসা তাঁর, তাঁর হাতেই প্রভৃত কল্যাণ, তিনি সব কিছুর উপর শক্তিশালী।" আল্লাহ তা'আলা তাকে সাতটি মর্যাদা দান করবেন, তাকে আল্লাহ দশটি নেকী দেবেন, তার দশটি গুনাহ মোচন করবেন, দশটি মর্যাদা সমুন্নত করবেন, তা হবে দশটি পশু (আল্লাহর পথে) দানের সমতুল্য, এগুলো হবে তার জন্য শয়তান থেকে হিফাযতকারী, বিপদ মুক্তকারী, আর সেদিন শিরক ব্যতীত তার অন্য গুনাহ হবে না (অর্থাৎ কেবল কবীরা গুণাহ ধর্তব্য হবে, সগীরা গুনাহ ক্ষমা করা হবে)। অনুরূপ যে ব্যক্তি মাগরিবের সালাত আদায়ের পর এ বাকগুলো বলবে, তাকে সারারাত অনুরূপ সওয়াব দেওয়া হবে।
(ইবন আবিদ-দুনিয়া এবং তাবারানী নিজ শব্দযোগে উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন।)
"আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই। সমস্ত রাজত্ব তাঁর, সকল প্রশংসা তাঁর, তাঁর হাতেই প্রভৃত কল্যাণ, তিনি সব কিছুর উপর শক্তিশালী।" আল্লাহ তা'আলা তাকে সাতটি মর্যাদা দান করবেন, তাকে আল্লাহ দশটি নেকী দেবেন, তার দশটি গুনাহ মোচন করবেন, দশটি মর্যাদা সমুন্নত করবেন, তা হবে দশটি পশু (আল্লাহর পথে) দানের সমতুল্য, এগুলো হবে তার জন্য শয়তান থেকে হিফাযতকারী, বিপদ মুক্তকারী, আর সেদিন শিরক ব্যতীত তার অন্য গুনাহ হবে না (অর্থাৎ কেবল কবীরা গুণাহ ধর্তব্য হবে, সগীরা গুনাহ ক্ষমা করা হবে)। অনুরূপ যে ব্যক্তি মাগরিবের সালাত আদায়ের পর এ বাকগুলো বলবে, তাকে সারারাত অনুরূপ সওয়াব দেওয়া হবে।
(ইবন আবিদ-দুনিয়া এবং তাবারানী নিজ শব্দযোগে উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন।)
التَّرْغِيب فِي أذكار يَقُولهَا بعد الصُّبْح وَالْعصر وَالْمغْرب
686 - وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَالَ حِين ينْصَرف من صَلَاة الْغَدَاة لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد بِيَدِهِ الْخَيْر وَهُوَ على كل شَيْء قدير عشر مَرَّات أعطي بِهن سبعا كتب الله لَهُ بِهن عشر حَسَنَات ومحا عَنهُ بِهن عشر سيئات وَرفع لَهُ بِهن عشر دَرَجَات وَكن لَهُ عدل عشر نسمات وَكن لَهُ حفظا من الشَّيْطَان وحرزا من الْمَكْرُوه وَلم يلْحقهُ فِي ذَلِك الْيَوْم ذَنْب إِلَّا الشّرك بِاللَّه وَمن قالهن حِين ينْصَرف من صَلَاة الْمغرب أعطي مثل ذَلِك ليلته
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَاللَّفْظ لَهُ
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَاللَّفْظ لَهُ
