আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৮৫
অধ্যায়ঃ নামাজ
ফজর, আসর ও মাগরিবের পর যে সকল যিকর করার প্রতি অনুপ্রাণিত করা হয়েছে, তার বিবরণ
৬৮৫. হযরত আবূ আইয়ুব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি সকালবেলা দশবারঃ
لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد وَهُوَ على كل شَيْء قدير
"আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, সমস্ত রাজত্ব তাঁর, সমস্ত প্রশংসা তাঁর। তিনি সব কিছুর উপর শক্তিশালী"। আল্লাহ তাকে দশটি নেকী দেবেন, তার দশটি গুনাহ মোচন করবেন এবং তার দশটি মর্যাদা সমুন্নত করবেন, এগুলো তার জন্য হবে চারটি দাসমুক্তি (সওয়াবের) সমতুল্য এবং তা তাকে সন্ধ্যা পর্যন্ত হিফাযত করবে। আর যে ব্যক্তি মাগরিবের সালাত আদায়ের পর উপরোক্ত বাক্যগুলো বলবে, ফজর হওয়া পর্যন্ত আল্লাহ তাকে অনুরূপ সওয়াব দেবেন।
(আহমদ ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। আর ইবন হিব্বান নিম্নেক্ত শব্দযোগে তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেন: "এগুলো হবে তার জন্য দশটি দাস মুক্তির সমতুল্য"।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي أذكار يَقُولهَا بعد الصُّبْح وَالْعصر وَالْمغْرب
685 - وَعَن أبي أَيُّوب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَالَ إِذا أصبح لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد وَهُوَ على كل شَيْء قدير
عشر مَرَّات كتب الله لَهُ بِهن عشر حَسَنَات ومحا بِهن عشر سيئات وَرفع لَهُ بِهن عشر دَرَجَات وَكن لَهُ عدل عتاقة أَربع رِقَاب وَكن لَهُ حرسا حَتَّى يُمْسِي وَمن قالهن إِذا صلى الْمغرب دبر صلَاته فَمثل ذَلِك حَتَّى يصبح

رَوَاهُ أَحْمد وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَهَذَا لَفظه
وَفِي رِوَايَة لَهُ وَكن لَهُ عدل عشر رِقَاب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৮৫ | মুসলিম বাংলা