আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৮৪
ফজর, আসর ও মাগরিবের পর যে সকল যিকর করার প্রতি অনুপ্রাণিত করা হয়েছে, তার বিবরণ
৬৮৪. হযরত ইমারা ইবন শাবীব সাবায়ী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি মাগরিবের সালাত আদায় করে দশবার বলবেঃ
لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد يحيي وَيُمِيت وَهُوَ على كل شَيْء قدير
"আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। তিনি এক, তাঁর কোন শরীক নেই। সমস্ত রাজত্ব তাঁর। সমস্ত প্রশংসা তাঁর। তিনি জীবন দেন এবং তিনিই মৃত্যু দেন। তিনি সমস্ত বস্তুর উপর শক্তিশালী।" আল্লাহ শয়তান থেকে হিফাযত করার জন্য তার কাছে ফজর পর্যন্ত একজন সশস্ত্র ফিরিশতা নিয়োগ করে রাখবেন, তাঁকে দান করবেন অবধারিত দশটি নেকী এবং ক্ষমা করে দিবেন তার দশটি ধ্বংসাত্মক গুনাহ এবং তা হবে তার জন্য দশজন মুমিন দাস স্বাধীন করার সওয়াব সমতুল্য।
(নাসাঈ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেন: হাদীসটি হাসান। তবে আমি লায়স ইবন সা'দ ব্যতীত এর অন্য সনদ জানি না এবং আরো জানি না যে, ইমারা (রা) সরাসরি নবী শুনেছেন কি না।)
لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد يحيي وَيُمِيت وَهُوَ على كل شَيْء قدير
"আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। তিনি এক, তাঁর কোন শরীক নেই। সমস্ত রাজত্ব তাঁর। সমস্ত প্রশংসা তাঁর। তিনি জীবন দেন এবং তিনিই মৃত্যু দেন। তিনি সমস্ত বস্তুর উপর শক্তিশালী।" আল্লাহ শয়তান থেকে হিফাযত করার জন্য তার কাছে ফজর পর্যন্ত একজন সশস্ত্র ফিরিশতা নিয়োগ করে রাখবেন, তাঁকে দান করবেন অবধারিত দশটি নেকী এবং ক্ষমা করে দিবেন তার দশটি ধ্বংসাত্মক গুনাহ এবং তা হবে তার জন্য দশজন মুমিন দাস স্বাধীন করার সওয়াব সমতুল্য।
(নাসাঈ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেন: হাদীসটি হাসান। তবে আমি লায়স ইবন সা'দ ব্যতীত এর অন্য সনদ জানি না এবং আরো জানি না যে, ইমারা (রা) সরাসরি নবী শুনেছেন কি না।)
التَّرْغِيب فِي أذكار يَقُولهَا بعد الصُّبْح وَالْعصر وَالْمغْرب
684 - وَعَن عمَارَة بن شبيب السبائي رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَالَ لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد يحيي وَيُمِيت وَهُوَ على كل شَيْء قدير عشر مَرَّات على إِثْر الْمغرب بعث الله لَهُ مسلحة يَحْفَظُونَهُ من الشَّيْطَان حَتَّى يصبح وَكتب الله لَهُ بهَا عشر حَسَنَات مُوجبَات ومحا عَنهُ عشر سيئات موبقات وَكَانَت لَهُ بِعدْل عشر رقبات مؤمنات
رَوَاهُ النَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن لَا نعرفه إِلَّا من حَدِيث لَيْث بن سعد وَلَا نَعْرِف لعمارة سَمَاعا من النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم
رَوَاهُ النَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن لَا نعرفه إِلَّا من حَدِيث لَيْث بن سعد وَلَا نَعْرِف لعمارة سَمَاعا من النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم
