আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৮৩
ফজর, আসর ও মাগরিবের পর যে সকল যিকর করার প্রতি অনুপ্রাণিত করা হয়েছে, তার বিবরণ
৬৮৩. হযরত হারিস ইবন মুসলিম তামিমী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী আমাকে বলেছেন: ফজরের সালাত আদায় করে কথা বলার আগে তুমি সাতবার বলবে اللَّهُمَّ أجرني من النَّار “হে আল্লাহ! আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও।" আর তুমি যদি সেদিন মাঁরা যাও, তাহলে আল্লাহ তা'আলা তোমাকে জাহান্নাম থেকে নাজাত দেবেন। আর মাগরিবের সালাত আদায় করে কথা বলার আগে তুমি সাতবার বলবে اللَّهُمَّ أجرني من النَّار “হে আল্লাহ! আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও।" আর তুমি যদি সে রাতে মারা যাও, তাহলে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে নাজাত দেবেন।
(ইমাম নাসাঈ উপরোক্ত শব্দযোগে এবং আবু দাউদ হারিস ইবন মুসলিম সূত্রে তদীয় পিতা মুসলিম ইবন হারিস থেকে হাদীসটি বর্ণনা করেছেন।)
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] আবূ যুরআ এবং আবূ হাতীম রাযী বলেছেন: সঠিক কথা হল হারিস ইবন মুসলিম একজন তাবিঈ।
(ইমাম নাসাঈ উপরোক্ত শব্দযোগে এবং আবু দাউদ হারিস ইবন মুসলিম সূত্রে তদীয় পিতা মুসলিম ইবন হারিস থেকে হাদীসটি বর্ণনা করেছেন।)
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] আবূ যুরআ এবং আবূ হাতীম রাযী বলেছেন: সঠিক কথা হল হারিস ইবন মুসলিম একজন তাবিঈ।
التَّرْغِيب فِي أذكار يَقُولهَا بعد الصُّبْح وَالْعصر وَالْمغْرب
683 - وَعَن الْحَارِث بن مُسلم التَّمِيمِي رَضِي الله عَنهُ قَالَ قَالَ لي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِذا صليت الصُّبْح فَقل قبل أَن تَتَكَلَّم اللَّهُمَّ أجرني من النَّار سبع مَرَّات فَإنَّك إِن مت من يَوْمك كتب الله لَك جوارا من النَّار وَإِذا صليت الْمغرب فَقل قبل أَن تَتَكَلَّم اللَّهُمَّ أجرني من النَّار سبع مَرَّات فَإنَّك إِن مت من ليلتك كتب الله لَك جوارا من النَّار
رَوَاهُ النَّسَائِيّ وَهَذَا لَفظه وَأَبُو دَاوُد عَن الْحَارِث بن مُسلم عَن أَبِيه مُسلم بن الْحَارِث
قَالَ الْحَافِظ وَهُوَ الصَّوَاب لِأَن الْحَارِث بن مُسلم تَابِعِيّ قَالَه أَبُو زرْعَة وَأَبُو حَاتِم الرَّازِيّ
رَوَاهُ النَّسَائِيّ وَهَذَا لَفظه وَأَبُو دَاوُد عَن الْحَارِث بن مُسلم عَن أَبِيه مُسلم بن الْحَارِث
قَالَ الْحَافِظ وَهُوَ الصَّوَاب لِأَن الْحَارِث بن مُسلم تَابِعِيّ قَالَه أَبُو زرْعَة وَأَبُو حَاتِم الرَّازِيّ
