আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৮২
ফজর, আসর ও মাগরিবের পর যে সকল যিকর করার প্রতি অনুপ্রাণিত করা হয়েছে, তার বিবরণ
৬৮২. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি ফজরের সালাত আদায়ের পর মুসাল্লায় সালাতের ন্যায় বসে কারো সাথে কথা বলার আগে দশবার নিম্ন বর্ণিত (দু'আ) পাঠ করবে:
لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد يحيي وَيُمِيت وَهُوَ على كل شَيْء قدير
"আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। তিনি এক, তাঁর কোন শরীক নেই। সমস্ত রাজত্ব তাঁর। সমস্ত প্রশংসা তাঁর। তিনি জীবন দেন এবং তিনিই মৃত্যু দেন। তিনি সব কিছুর উপর শক্তিশালী।" আল্লাহ তাকে দশটি নেকী দান করবেন, তার দশটি গুনাহ ক্ষমা করবেন এবং তার দশটি মর্যাদা সমুন্নত করবেন। আর সেদিন সে থাকবে যাবতীয় বিপদাপদ থেকে মুক্ত এবং শয়তানের কুমন্ত্রণা থেকে তাকে নিরাপদ রাখা হবে, আর সেদিন তার যাবতীয় গুনাহ ক্ষমা করা হবে, তবে আল্লাহর সাথে শিরক ব্যতীত।
(ইমাম তিরমিযী নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন এবং বলেনঃ হাদীসটি হাসান-গরীব-সহীহ। ইমাম নাসাঈ তাঁর বর্ণনাতে আরো বলেছেন: তাঁর হাতেই রয়েছে প্রভূত কল্যাণ। তিনি আরো বাড়িয়ে বলেছেন: তার প্রত্যেকবার পাঠের বিনিময়ে এক-একটি মুমিন দাস মুক্তির সওয়াব রয়েছে।
ইমাম নাসাঈ হযরত মুআয (রা) সূত্রে আরো বাড়িয়ে বলেছেনঃ যে ব্যক্তি আসরের সালাত আদায় করে এ যিকর পাঠ করবে, সারারাত পড়লে যে সওয়াব হবে, তাকে তা-ই দেয়া হবে।)
لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد يحيي وَيُمِيت وَهُوَ على كل شَيْء قدير
"আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। তিনি এক, তাঁর কোন শরীক নেই। সমস্ত রাজত্ব তাঁর। সমস্ত প্রশংসা তাঁর। তিনি জীবন দেন এবং তিনিই মৃত্যু দেন। তিনি সব কিছুর উপর শক্তিশালী।" আল্লাহ তাকে দশটি নেকী দান করবেন, তার দশটি গুনাহ ক্ষমা করবেন এবং তার দশটি মর্যাদা সমুন্নত করবেন। আর সেদিন সে থাকবে যাবতীয় বিপদাপদ থেকে মুক্ত এবং শয়তানের কুমন্ত্রণা থেকে তাকে নিরাপদ রাখা হবে, আর সেদিন তার যাবতীয় গুনাহ ক্ষমা করা হবে, তবে আল্লাহর সাথে শিরক ব্যতীত।
(ইমাম তিরমিযী নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন এবং বলেনঃ হাদীসটি হাসান-গরীব-সহীহ। ইমাম নাসাঈ তাঁর বর্ণনাতে আরো বলেছেন: তাঁর হাতেই রয়েছে প্রভূত কল্যাণ। তিনি আরো বাড়িয়ে বলেছেন: তার প্রত্যেকবার পাঠের বিনিময়ে এক-একটি মুমিন দাস মুক্তির সওয়াব রয়েছে।
ইমাম নাসাঈ হযরত মুআয (রা) সূত্রে আরো বাড়িয়ে বলেছেনঃ যে ব্যক্তি আসরের সালাত আদায় করে এ যিকর পাঠ করবে, সারারাত পড়লে যে সওয়াব হবে, তাকে তা-ই দেয়া হবে।)
التَّرْغِيب فِي أذكار يَقُولهَا بعد الصُّبْح وَالْعصر وَالْمغْرب
682 - عَن أبي ذَر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَالَ فِي دبر صَلَاة الْفجْر وَهُوَ ثَان رجلَيْهِ قبل أَن يتَكَلَّم لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد يحيي وَيُمِيت وَهُوَ على كل شَيْء قدير عشر مَرَّات كتب الله لَهُ عشر حَسَنَات ومحا عَنهُ عشر سيئات وَرفع لَهُ عشر دَرَجَات وَكَانَ يَوْمه ذَلِك كُله فِي حرز من كل مَكْرُوه وحرس من الشَّيْطَان وَلم يَنْبغ لذنب أَن يُدْرِكهُ فِي ذَلِك الْيَوْم إِلَّا الشّرك بِاللَّه تَعَالَى
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن غَرِيب صَحِيح وَالنَّسَائِيّ وَزَاد فِيهِ بِيَدِهِ الْخَيْر وَزَاد فِيهِ أَيْضا وَكَانَ لَهُ بِكُل وَاحِدَة قَالَهَا عتق رَقَبَة مُؤمنَة
وَرَوَاهُ النَّسَائِيّ أَيْضا من حَدِيث معَاذ وَزَاد فِيهِ من قالهن حِين ينْصَرف من صَلَاة الْعَصْر أعطي مثل ذَلِك فِي ليلته
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَقَالَ حَدِيث حسن غَرِيب صَحِيح وَالنَّسَائِيّ وَزَاد فِيهِ بِيَدِهِ الْخَيْر وَزَاد فِيهِ أَيْضا وَكَانَ لَهُ بِكُل وَاحِدَة قَالَهَا عتق رَقَبَة مُؤمنَة
وَرَوَاهُ النَّسَائِيّ أَيْضا من حَدِيث معَاذ وَزَاد فِيهِ من قالهن حِين ينْصَرف من صَلَاة الْعَصْر أعطي مثل ذَلِك فِي ليلته


বর্ণনাকারী: