আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৬৯১
বিনা ওযরে আসরের সালাত ছুটে যাওয়ার ভয়াবহ পরিণাম
৬৯১. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি স্বেচ্ছায় আসরের সালাত তরক করবে, সে তার আমল নিষ্ফল করবে।
(হাদীসটি আহমদ সহীহ সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আহমদ সহীহ সনদে বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من فَوَات الْعَصْر بِغَيْر عذر
691 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من ترك صَلَاة الْعَصْر مُتَعَمدا فقد حَبط عمله
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح


বর্ণনাকারী: