আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৯১
বিনা ওযরে আসরের সালাত ছুটে যাওয়ার ভয়াবহ পরিণাম
৬৯১. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি স্বেচ্ছায় আসরের সালাত তরক করবে, সে তার আমল নিষ্ফল করবে।
(হাদীসটি আহমদ সহীহ সনদে বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من فَوَات الْعَصْر بِغَيْر عذر
691 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من ترك صَلَاة الْعَصْر مُتَعَمدا فقد حَبط عمله

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৯১ | মুসলিম বাংলা