আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৬৯২
অধ্যায়ঃ নামাজ
বিনা ওযরে আসরের সালাত ছুটে যাওয়ার ভয়াবহ পরিণাম
৬৯২. হযরত ইবন উমর (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ যার আসরের সালাত ছুটে যায়, তার অবস্থা এমন হয়, যেন তার পরিবার ও সম্পদ ধ্বংস হয়ে গেছে।
(মালিক, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি আরো বাড়িয়ে বলেছেন যে, এর অর্থ হলঃ সময় চলে যাওয়া।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من فَوَات الْعَصْر بِغَيْر عذر
692 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الَّذِي تفوته صَلَاة الْعَصْر فَكَأَنَّمَا وتر أَهله وَمَاله

رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَزَاد فِي آخِره قَالَ مَالك تَفْسِيره ذهَاب الْوَقْت
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৯২ | মুসলিম বাংলা