আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫৫৯
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৫৯. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমরা অবিচল থাক এবং কখনো গণনা করো না। তোমরা জেনে রাখ, তোমাদের সর্বোত্তম আমল হল সালাত। আর মুমিন ব্যতীত কেউ উযূর ব্যাপারে যত্নবান হয় না।
(হাদীসটি হাকিম থেকে বর্ণিত। তিনি বলেন, বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী হাদীসখানা সহীহ। হাদীসখানা মু'আল্লাল নয়, তবে আবু বিলাল সন্দেহ পোষণ করেছেন। ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে আবূ বিলালের সূত্র ব্যতীত অন্য সূত্রে তদনুরূপ বর্ণনা করেছেন। এ পর্যায়ে উযূ সংরক্ষণ বিষয়ক আলোচনা পূর্বে করা হয়েছে। (তাবারানী হযরত সালামা ইবন আকওয়া (রা) সূত্রে 'আওসাত' গ্রন্থে এ হাদীসখানা বর্ণনা করেন। তিনি তাতে বলেন: "তোমরা জেনে রাখ, তোমাদের সর্বোত্তম আমল হল সালাত।)
(হাদীসটি হাকিম থেকে বর্ণিত। তিনি বলেন, বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী হাদীসখানা সহীহ। হাদীসখানা মু'আল্লাল নয়, তবে আবু বিলাল সন্দেহ পোষণ করেছেন। ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে আবূ বিলালের সূত্র ব্যতীত অন্য সূত্রে তদনুরূপ বর্ণনা করেছেন। এ পর্যায়ে উযূ সংরক্ষণ বিষয়ক আলোচনা পূর্বে করা হয়েছে। (তাবারানী হযরত সালামা ইবন আকওয়া (রা) সূত্রে 'আওসাত' গ্রন্থে এ হাদীসখানা বর্ণনা করেন। তিনি তাতে বলেন: "তোমরা জেনে রাখ, তোমাদের সর্বোত্তম আমল হল সালাত।)
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
559 - وَعَن ثَوْبَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اسْتَقِيمُوا وَلنْ تُحْصُوا وَاعْلَمُوا أَن خير أَعمالكُم الصَّلَاة وَلنْ يحافظ على الْوضُوء إِلَّا مُؤمن
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَلَا عِلّة لَهُ سوى وهم أبي بِلَال وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه من غير طَرِيق أبي بِلَال بِنَحْوِهِ وَتقدم هُوَ وَغَيره فِي الْمُحَافظَة على الْوضُوء وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من حَدِيث سَلمَة بن الْأَكْوَع وَقَالَ فِيهِ وَاعْلَمُوا أَن أفضل أَعمالكُم الصَّلَاة
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَلَا عِلّة لَهُ سوى وهم أبي بِلَال وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه من غير طَرِيق أبي بِلَال بِنَحْوِهِ وَتقدم هُوَ وَغَيره فِي الْمُحَافظَة على الْوضُوء وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من حَدِيث سَلمَة بن الْأَكْوَع وَقَالَ فِيهِ وَاعْلَمُوا أَن أفضل أَعمالكُم الصَّلَاة


বর্ণনাকারী: