আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫৫৮
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৫৮. হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত। একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা) এর নিকটে এসে জিজ্ঞেস করল: সর্বোত্তম আমল কোনটি? রাসূলুল্লাহ (সা) বললেন: সালাত। সে বলল: এরপর কোনটি? তিনি বললেন: তারপরও সালাত। সে বলল: তারপর কোনটি? তিনি বললেন: তারপরও সালাত। এভাবে তিনবার বললেন। সে বলল: তারপর কোটি, তিনি বললেন: আল্লাহর পথে জিহাদ করা। এরপর তিনি পূর্ণ হাদীসটি বর্ণনা করেন।
(আহমদ এবং ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে নিজ শব্দযোগে এ হাদীস বর্ণনা করেন।)
(আহমদ এবং ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে নিজ শব্দযোগে এ হাদীস বর্ণনা করেন।)
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
558 - وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا أَن رجلا أَتَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَسَأَلَهُ عَن أفضل الْأَعْمَال فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الصَّلَاة
قَالَ ثمَّ مَه قَالَ ثمَّ الصَّلَاة
قَالَ ثمَّ مَه قَالَ ثمَّ الصَّلَاة ثَلَاث مَرَّات
قَالَ ثمَّ مَه قَالَ الْجِهَاد فِي سَبِيل الله فَذكر الحَدِيث
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ
قَالَ ثمَّ مَه قَالَ ثمَّ الصَّلَاة
قَالَ ثمَّ مَه قَالَ ثمَّ الصَّلَاة ثَلَاث مَرَّات
قَالَ ثمَّ مَه قَالَ الْجِهَاد فِي سَبِيل الله فَذكر الحَدِيث
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ
