আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫৫৭
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৫৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকে নবী (সা) বলেন: সূত্রে বর্ণিত। তিনি তাঁর কাছে উপবিষ্ট উম্মতের উদ্দেশ্যে বলেন: তোমরা আমার পক্ষ থেকে ছয়টি বস্তুর যামীন হও, আমি তোমাদের জান্নাতের যামীন হবো। তারা বলল: ইয়া রাসূলাল্লাহ। সেগুলো কি কি? তিনি বললেন: সালাত, যাকাত, আমানত, গুপ্তাংগ, পেট এবং যবান।
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। নবী (সা) থেকে এই সনদ ব্যতীত এ হাদীসখানা বর্ণিত হয়নি।
[হাফিয (র) বলেন: সনদটি ত্রুটিমুক্ত।]
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। নবী (সা) থেকে এই সনদ ব্যতীত এ হাদীসখানা বর্ণিত হয়নি।
[হাফিয (র) বলেন: সনদটি ত্রুটিমুক্ত।]
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
557 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ لمن حوله من أمته اكفلوا لي بست أكفل لكم بِالْجنَّةِ
قَالُوا وَمَا هِيَ يَا رَسُول الله قَالَ الصَّلَاة وَالزَّكَاة وَالْأَمَانَة والفرج والبطن وَاللِّسَان
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَقَالَ لَا يرْوى عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِلَّا بِهَذَا الْإِسْنَاد
قَالَ الْحَافِظ وَلَا بَأْس بِإِسْنَادِهِ
قَالُوا وَمَا هِيَ يَا رَسُول الله قَالَ الصَّلَاة وَالزَّكَاة وَالْأَمَانَة والفرج والبطن وَاللِّسَان
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَقَالَ لَا يرْوى عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِلَّا بِهَذَا الْإِسْنَاد
قَالَ الْحَافِظ وَلَا بَأْس بِإِسْنَادِهِ
