আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫৫৬
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৫৬. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যার আমানতদারী নেই তার ঈমান নেই। পবিত্রতা ব্যতীত সালাত কবুল হয় না। যে সালাত আদায় করে না, তার দ্বীন নেই। দ্বীনে সালাতের অবস্থান ঐরূপ, যেমন শরীরে মাথার অবস্থান।
(তাবারানী 'আওসাত' ও 'সগীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, হাসান ইবন হাকাম হিবরী এককভাবে এ হাদীসটি বর্ণনা করেন।)
(তাবারানী 'আওসাত' ও 'সগীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, হাসান ইবন হাকাম হিবরী এককভাবে এ হাদীসটি বর্ণনা করেন।)
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
556 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا إِيمَان لمن لَا أَمَانَة لَهُ وَلَا صَلَاة لمن لَا طهُور لَهُ وَلَا دين لمن لَا صَلَاة لَهُ إِنَّمَا مَوضِع الصَّلَاة من الدّين كموضع الرَّأْس من الْجَسَد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير وَقَالَ تفرد بِهِ الْحُسَيْن بن الحكم الْحبرِي
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير وَقَالَ تفرد بِهِ الْحُسَيْن بن الحكم الْحبرِي
