আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫৫৫
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৫৫. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেয়া হবে এবং দৃষ্টি নিবদ্ধ করা হবে সালাতের প্রতি। যদি তা যথাযথভাবে আদায়
হয়, তাহলে সে হবে সফলকাম, আর যদি সে তা বিনষ্ট করে, তবে সে হবে অপূরণীয় ক্ষতিগ্রস্থ।
(এ হাদীসটিও তাবারানীর আওসাত গ্রন্থে বর্ণিত হয়েছে।)
হয়, তাহলে সে হবে সফলকাম, আর যদি সে তা বিনষ্ট করে, তবে সে হবে অপূরণীয় ক্ষতিগ্রস্থ।
(এ হাদীসটিও তাবারানীর আওসাত গ্রন্থে বর্ণিত হয়েছে।)
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
555 - وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أول مَا يُحَاسب بِهِ العَبْد يَوْم الْقِيَامَة الصَّلَاة ينظر فِي صلَاته فَإِن صلحت فقد أَفْلح وَإِن فَسدتْ خَابَ وخسر
رَوَاهُ فِي الْأَوْسَط أَيْضا
رَوَاهُ فِي الْأَوْسَط أَيْضا
