আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫৭১
সালাতের প্রতি অনুপ্রেরণা এবং রুকু-সিজদা ও ভীতি-বিহ্বলতার ফযীলত
৫৭১. হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) একদা একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন: এ কবর কার? তারা বলল: অমুকের। তিনি বললেনঃ এই লোকটির নিকটে দুই রাকআত সালাত তোমাদের দুনিয়ার অবশিষ্ট সবকিছু অপেক্ষা প্রিয়।
(হাদীসটি তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাসান সনদে বর্ণিত।)
(হাদীসটি তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাসান সনদে বর্ণিত।)
التَّرْغِيب فِي الصَّلَاة مُطلقًا وَفضل الرُّكُوع وَالسُّجُود والخشوع
571 - وعن أبي هريرة أيضاً رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم مَرَّ بقبرٍ فقال: من صاحب هذا القبر؟ فقالوا: فلانٌ، فقال: ركعتان أحبُّ إلى هذا من بقية دنياكم. رواه الطبراني في الأوسط بإسناد حسن.
