আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫৭১
সালাতের প্রতি অনুপ্রেরণা এবং রুকু-সিজদা ও ভীতি-বিহ্বলতার ফযীলত
৫৭১. হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) একদা একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন: এ কবর কার? তারা বলল: অমুকের। তিনি বললেনঃ এই লোকটির নিকটে দুই রাকআত সালাত তোমাদের দুনিয়ার অবশিষ্ট সবকিছু অপেক্ষা প্রিয়।
(হাদীসটি তাবারানীর 'আওসাত' গ্রন্থে হাসান সনদে বর্ণিত।)
التَّرْغِيب فِي الصَّلَاة مُطلقًا وَفضل الرُّكُوع وَالسُّجُود والخشوع
571 - وعن أبي هريرة أيضاً رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم مَرَّ بقبرٍ فقال: من صاحب هذا القبر؟ فقالوا: فلانٌ، فقال: ركعتان أحبُّ إلى هذا من بقية دنياكم. رواه الطبراني في الأوسط بإسناد حسن.
tahqiqতাহকীক:তাহকীক চলমান