আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫৩৩
অধ্যায়ঃ নামাজ
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৩৩. তারিক ইবন শিহাব থেকে বর্ণিত। একবার তিনি হযরত সালমান ফারসী (রা)-এর কাছে তাঁর ইবাদত প্রত্যক্ষ করার জন্য রাত যাপন করেন। তিনি শেষরাতে সালাতে দাঁড়ালেন কিন্তু তাঁর সালাত যেন তার ধারণা অনুরূপ হলো না। এ কথাটি তাঁর কাছে আলোচনা করা হলে তিনি বললেনঃ তোমরা এই পাঁচ ওয়াক্ত সালাত সংরক্ষণ করবে। কেননা এই পাঁচ ওয়াক্ত সালাত সংরক্ষণ করাই ত্রুটি-বিচ্যুতি বিমোচনের জন্য যথেষ্ট, যতক্ষণ সে ধ্বংসাত্মক কাজ (কবীরা) না করে।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে মাওকুফ সূত্রে ত্রুটিমুক্ত সনদে হাদীসটি বর্ণিত। পূর্ণাঙ্গ হাদীসটি ইনশা আল্লাহ সামনে আসছে।)
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে মাওকুফ সূত্রে ত্রুটিমুক্ত সনদে হাদীসটি বর্ণিত। পূর্ণাঙ্গ হাদীসটি ইনশা আল্লাহ সামনে আসছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
533 - وَعَن طَارق بن شهَاب أَنه بَات عِنْد سلمَان الْفَارِسِي رَضِي الله عَنهُ لينْظر مَا اجْتِهَاده
قَالَ فَقَامَ يُصَلِّي من آخر اللَّيْل فَكَأَنَّهُ لم ير الَّذِي كَانَ يظنّ فَذكر ذَلِك لَهُ فَقَالَ سلمَان حَافظُوا على هَذِه الصَّلَوَات الْخمس فَإِنَّهُنَّ كَفَّارَات لهَذِهِ الْجِرَاحَات مَا لم تصب المقتلة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير مَوْقُوفا هَكَذَا بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَيَأْتِي بِتَمَامِهِ إِن شَاءَ الله تَعَالَى
قَالَ فَقَامَ يُصَلِّي من آخر اللَّيْل فَكَأَنَّهُ لم ير الَّذِي كَانَ يظنّ فَذكر ذَلِك لَهُ فَقَالَ سلمَان حَافظُوا على هَذِه الصَّلَوَات الْخمس فَإِنَّهُنَّ كَفَّارَات لهَذِهِ الْجِرَاحَات مَا لم تصب المقتلة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير مَوْقُوفا هَكَذَا بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَيَأْتِي بِتَمَامِهِ إِن شَاءَ الله تَعَالَى
বর্ণনাকারী: