তারিক ইবনে শিহাব (রাঃ)
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত তারিক ইবন শিহাব রাযি. বাজীলা গোত্রের লোক। তাঁর উপনাম আবু আব্দুল্লাহ। তিনি সাহাবী ছিলেন কিনা এ বিষয়ে মতভিন্নতা আছে। আবূ হাতিম রহ.-এর মতে তিনি নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের সাহচর্য পাননি। অনেকের মতে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছেন, কিন্তু তাঁর কাছ থেকে কোনও হাদীছ শোনেননি। আবু দাউদ তয়ালিসী রহ., বিশুদ্ধ সূত্রে তাঁর বর্ণিত একটি হাদীছ উল্লেখ করেছেন, যাতে তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি এবং আবূ বকর সিদ্দীক রাযি.-এর খেলাফতকালে যুদ্ধে গিয়েছি। হাফেজ ইবন হাজার 'আসকালানী রহ. বলেন, যখন বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হল যে, তিনি নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন, তখন গ্রহণযোগ্য মত এটাই যে, তিনি একজন সাহাবী। হযরত তারিক বিন শিহাব রাযি. একজন বীর যোদ্ধা ছিলেন। তিনি হযরত আবু বকর সিদ্দীক রাযি. ও হযরত উমর রাযি.-এর আমলে বহু যুদ্ধাভিযানে অংশগ্রহণ করেছেন। কারও মতে এর সংখ্যা ৩৩টি, কারও মতে ৪৩টি। পরবর্তীকালে তিনি কূফায় বসবাস করেন। তিনি... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী