আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫৩২
অধ্যায়ঃ নামাজ
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৩২. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে রাসূলুল্লাহ (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, প্রত্যেক সালাতের সময় একজন আহ্বানকারী ডেকে বলে: হে বনী আদম। তোমাদের জন্য যে আগুন জ্বালানো হয়েছে, তা তোমরা নিভিয়ে ফেল। তারপর তারা দাঁড়িয়ে যায় এবং পবিত্রতা অবলম্বন করে। এরপর তারা যোহরের সালাত আদায় করে, এভাবে ফজর এবং যোহরের মধ্যকার পাপরাশি ক্ষমা করে দেওয়া হয়। যখন সে আসরের সালাত আদায় করে, তখন তদ্রুপ হয়, এরপর যখন সে মাগরিবের সালাত আদায় করে, তখন তদ্রুপ হয়। এরপর যখন ইশার সালাত আদায় করে, তখন তদ্রুপ হয়। তারপর সালাত আদায়কারীগণ কল্যাণের মধ্যে পরিবেষ্টিত থাকে, আর সালাত বর্জনকারীগণ অকল্যাণের মধ্যে পরিবেষ্টিত থাকে।
(তাবারানী 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
532 - وَرُوِيَ عَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ يبْعَث مُنَاد عِنْد حَضْرَة كل صَلَاة فَيَقُول يَا بني آدم قومُوا فأطفئوا مَا أوقدتم على أَنفسكُم فَيقومُونَ فيتطهرون وَيصلونَ الظّهْر فَيغْفر لَهُم مَا بَينهمَا فَإِذا حضرت الْعَصْر فَمثل ذَلِك فَإِذا حضرت الْمغرب فَمثل ذَلِك فَإِذا حضرت الْعَتَمَة فَمثل ذَلِك فينامون فمدلج فِي خير ومدلج فِي شَرّ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير