আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫৩১
অধ্যায়ঃ নামাজ
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৩১. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত: তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী ফিরিশতা প্রত্যেক সালাতের সময় ডেকে বলে: হে বনী আদম। তোমাদের জন্য যে আগুন জ্বালানো হয়েছে, তা তোমরা উঠে নিভিয়ে দাও।
(তাবারানী 'আওসাত' ও 'সগীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন এবং বলেনঃ ইয়াহইয়া ইবন যুহায়র কারশী মুফরাদ সূত্রে এ হাদীস বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
531 - وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لله ملكا يُنَادي عِنْد كل صَلَاة يَا بني آدم قومُوا إِلَى نيرانكم الَّتِي أوقدتموها فأطفئوها
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير وَقَالَ تفرد بِهِ يحيى بن زُهَيْر الْقرشِي
قَالَ المملي رَضِي الله عَنهُ وَرِجَاله كلهم مُحْتَج بهم فِي الصَّحِيح سراة
tahqiqতাহকীক:তাহকীক চলমান