আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫৩৪
অধ্যায়ঃ নামাজ
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৩৪. হযরত উমর ইবন মুররা জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (সা) এর নিকটে এসে বলল: ইয়া রাসূলাল্লাহ! আমি যদি সাক্ষ্য দেই, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং আপনি আল্লাহর রাসূল, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, যাকাত আদায় করি, রমযানের সিয়াম ও কিয়াম পালন করি, তাহলে আমার অবস্থান কোথায় হবে বলে আপনি মনে করেন? তিনি বললেন, তুমি হবে সিদ্দীকীন ও শহীদদের অন্তর্ভুক্ত।
(হাদীসটি বাযযার, ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ের 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। শব্দমালা ইবন হিব্বানের।
(হাদীসটি বাযযার, ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ের 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। শব্দমালা ইবন হিব্বানের।
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
534 - وَعَن عمر بن مرّة الْجُهَنِيّ رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله أَرَأَيْت إِن شهِدت أَن لَا إِلَه إِلَّا الله وَأَنَّك رَسُول الله وَصليت الصَّلَوَات الْخمس وَأديت الزَّكَاة وَصمت رَمَضَان وقمته فَمِمَّنْ أَنا قَالَ من الصديقين وَالشُّهَدَاء
رَوَاهُ الْبَزَّار وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَاللَّفْظ لِابْنِ حبَان
رَوَاهُ الْبَزَّار وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَاللَّفْظ لِابْنِ حبَان
বর্ণনাকারী: