আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫৩৫
অধ্যায়ঃ নামাজ
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৩৫. আবু মুসলিম তাগলাবী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আবু উমামা (রা)-এর কাছে গেলাম, আর এ সময় তিনি ছিলেন মসজিদে। আমি বললামঃ হে আবু উমামা। এক ব্যক্তি আপনার সূত্রে আমার নিকট একটি হাদীস বর্ণনা করেছেন যে, আপনি রাসূলুল্লাহ-কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি উযূ করবে এবং পূর্ণভাবে উযূ করবে, তারপর দুইহাত ও চেহারা ধুয়ে নেবে এবং মাথা ও তার দুই কান মাহে করবে, এরপর ফরয সালাত আদায় করবে, তার ঐ দিনের দুই পা, উভয় হাত, উভয় কান, চোখের জ্যোতি এবং মনে মনে যে খারাপ কথার জল্পনা করেছে, ইত্যাদি অঙ্গসমূহ দ্বারাকৃত অপরাধসমূহ আল্লাহ তা'আলা ক্ষমা করে দেবেন। তখন তিনি বলেন: আল্লাহর কসম! আমি তাঁর থেকে (বেশ কয়েকবার) এ হাদীসখানা শুনেছি।
(আহমদ হাদীসটি খুব সম্ভব হাসান সনদে বর্ণনা করেন। এ পর্যায়ের হাদীস উযূ অনুচ্ছেদে ইতোপূর্বে বর্ণিত হয়েছে। আল্লাহই সর্বজ্ঞ।)
(আহমদ হাদীসটি খুব সম্ভব হাসান সনদে বর্ণনা করেন। এ পর্যায়ের হাদীস উযূ অনুচ্ছেদে ইতোপূর্বে বর্ণিত হয়েছে। আল্লাহই সর্বজ্ঞ।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
535 - وَعَن أبي مُسلم التغلبي قَالَ دخلت على أبي أُمَامَة رَضِي الله عَنهُ وَهُوَ فِي الْمَسْجِد فَقلت يَا أَبَا أُمَامَة إِن رجلا حَدثنِي عَنْك أَنَّك سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من تَوَضَّأ فأسبغ الْوضُوء فَغسل يَدَيْهِ وَوَجهه وَمسح على رَأسه وَأُذُنَيْهِ ثمَّ قَامَ إِلَى صَلَاة مَفْرُوضَة غفر الله لَهُ فِي ذَلِك الْيَوْم مَا مشت إِلَيْهِ رِجْلَاهُ وقبضت عَلَيْهِ يَدَاهُ وَسمعت إِلَيْهِ أذنَاهُ وَنظرت إِلَيْهِ عَيناهُ وَحدث بِهِ نَفسه من سوء
فَقَالَ وَالله قد سمعته من النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أمرا
رَوَاهُ أَحْمد وَالْغَالِب على سَنَده الْحسن وَتقدم لَهُ شَوَاهِد فِي الْوضُوء وَالله أعلم
فَقَالَ وَالله قد سمعته من النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أمرا
رَوَاهُ أَحْمد وَالْغَالِب على سَنَده الْحسن وَتقدم لَهُ شَوَاهِد فِي الْوضُوء وَالله أعلم