আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫৩৬
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৩৬. হযরত সালমান ফারসী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন: সালাত আদায়কারী মুসলিম ব্যক্তি যখন সিজদা করে, তখন তার পাপরাশি মাথার উপর দিয়ে চলে যায়, এমন কি সে সালাত শেষ করার সাথে সাথেই তার পাপরাশি মাফ করে দেওয়া হয়।
(তাবারানীর 'কাবীর' ও 'সগীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। এর সনদ আশ'আস ইবন আশ'আস সা'দানী নামে একজন রাবী রয়েছেন। আমি তার জীবন চরিত সম্পর্কে অবহিত নই।
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
536 - وَعَن سلمَان الْفَارِسِي رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمُسلم يُصَلِّي وخطاياه مَرْفُوعَة على رَأسه كلما سجد تحات عَنهُ فيفرغ من صلَاته وَقد تحاتت عَنهُ خطاياه
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالصَّغِير وَفِيه أَشْعَث بن أَشْعَث السعداني لم أَقف على تَرْجَمته
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৩৬ | মুসলিম বাংলা