আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৫৩৭
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৩৭. হযরত আবু উসমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত সালমান (রা)-এর সাথে একটি গাছের নীচে ছিলাম। তিনি একটি শুকনা ডাল হাতে নিলেন এবং তা ঝাকুনি দিলেন। ফলে পাতাগুলো ঝরে পড়ে গেল। এরপর তিনি বললেনঃ হে আবু উসমান! আমি কেন এমনটি করলাম, তা তুমি কেন আমাকে জিজ্ঞেস করছ না? আমি বললাম: আপনি এরূপ কেন করছেন? তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (সা) এর সাথে একটি গাছের নীচে থাকাকালে তিনিও এরূপ করেছিলেন। তিনি একটি শুকনা ঢাল ধরে ঝাকুনি দেন। ফলে, পাতাগুলো ঝরে পড়ে গিয়েছিল। তখন তিনি রাসূলুল্লাহ (সা) বলেছিলেন। হে সালমান! আমি কেন এমনটি করলাম, তা তুমি কেন আমাকে জিজ্ঞেস করছ না? আমি বলেছিলাম: আপনি কেন এরূপ করলেন? তিনি বললেন: মুসলিম ব্যক্তি যখন উযূ করে এবং উত্তমরূপে উযূ করে, তারপর পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করে, এ পাতাগুলো যেভাবে ঝরে পড়ল, তদ্রুপ তার পাপরাশি ঝরে পড়ে যায়। তারপর তিনি এই আয়াত তিলাওয়াত করলেন:
أقِم الصَّلَاة طرفِي النَّهَار وَزلفًا من اللَّيْل إِن الْحَسَنَات يذْهبن السَّيِّئَات ذَلِك ذكرى لِلذَّاكِرِينَ
"তুমি সালাত কায়েম করবে দিনের দুই প্রান্তভাগে ও রজনীর প্রথমাংশে, সৎকাজ অসৎকাজকে মিটিয়ে দেয়। যারা উপদেশ গ্রহণ করে, এতো তাদের জন্য উপদেশ। (সূরা হুদ, ১১: ১১৪)
(আহমদ, নাসাঈ ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। আহমদের বর্ণনাটির সনদ সহীহ সনদের অনুরূপ। তবে আলী ইবন যায়দ ব্যতীত।)
أقِم الصَّلَاة طرفِي النَّهَار وَزلفًا من اللَّيْل إِن الْحَسَنَات يذْهبن السَّيِّئَات ذَلِك ذكرى لِلذَّاكِرِينَ
"তুমি সালাত কায়েম করবে দিনের দুই প্রান্তভাগে ও রজনীর প্রথমাংশে, সৎকাজ অসৎকাজকে মিটিয়ে দেয়। যারা উপদেশ গ্রহণ করে, এতো তাদের জন্য উপদেশ। (সূরা হুদ, ১১: ১১৪)
(আহমদ, নাসাঈ ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। আহমদের বর্ণনাটির সনদ সহীহ সনদের অনুরূপ। তবে আলী ইবন যায়দ ব্যতীত।)
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
537 - وَعَن أبي عُثْمَان قَالَ كنت مَعَ سلمَان رَضِي الله عَنهُ تَحت شَجَرَة فَأخذ غصنا مِنْهَا يَابسا فهزه حَتَّى تحات ورقه ثمَّ قَالَ يَا أَبَا عُثْمَان أَلا تَسْأَلنِي لم أفعل هَذَا
قلت وَلم تَفْعَلهُ قَالَ هَكَذَا فعل بِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَأَنا مَعَه تَحت شَجَرَة وَأخذ مِنْهَا غصنا يَابسا فهزه حَتَّى تحات ورقه
فَقَالَ يَا سلمَان أَلا تَسْأَلنِي لم أفعل هَذَا
قلت وَلم تَفْعَلهُ قَالَ إِن الْمُسلم إِذا تَوَضَّأ فَأحْسن الْوضُوء ثمَّ صلى الصَّلَوَات الْخمس تحاتت خطاياه كَمَا تحات هَذَا الْوَرق وَقَالَ أقِم الصَّلَاة طرفِي النَّهَار وَزلفًا من اللَّيْل إِن الْحَسَنَات يذْهبن السَّيِّئَات ذَلِك ذكرى لِلذَّاكِرِينَ هود 411
رَوَاهُ أَحْمد وَالنَّسَائِيّ وَالطَّبَرَانِيّ ورواة أَحْمد مُحْتَج بهم فِي الصَّحِيح إِلَّا عَليّ بن زيد
قلت وَلم تَفْعَلهُ قَالَ هَكَذَا فعل بِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَأَنا مَعَه تَحت شَجَرَة وَأخذ مِنْهَا غصنا يَابسا فهزه حَتَّى تحات ورقه
فَقَالَ يَا سلمَان أَلا تَسْأَلنِي لم أفعل هَذَا
قلت وَلم تَفْعَلهُ قَالَ إِن الْمُسلم إِذا تَوَضَّأ فَأحْسن الْوضُوء ثمَّ صلى الصَّلَوَات الْخمس تحاتت خطاياه كَمَا تحات هَذَا الْوَرق وَقَالَ أقِم الصَّلَاة طرفِي النَّهَار وَزلفًا من اللَّيْل إِن الْحَسَنَات يذْهبن السَّيِّئَات ذَلِك ذكرى لِلذَّاكِرِينَ هود 411
رَوَاهُ أَحْمد وَالنَّسَائِيّ وَالطَّبَرَانِيّ ورواة أَحْمد مُحْتَج بهم فِي الصَّحِيح إِلَّا عَليّ بن زيد


বর্ণনাকারী: