আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫৩৮
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৩৮. হযরত আবু হুরায়রা ও আবু সাঈদ (রা) থেকে বর্ণিত। তাঁরা উভয়ে বলেন, একদা রাসূলুল্লাহ (সা) আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন, তিনি বলেন 'যাঁর হাতে আমার জীবন, একথা তিনি তিনবার বললেন। এরপর তিনি কেঁদে উঠলেন, আমরাও সবাই কেঁদে উঠলাম, তবে কি ঘটেছে তা আমরা জানতে পারিনি। এরপর তিনি তাঁর মাথা উঠালেন। আর তখন তাঁর চেহারায় আনন্দভাব প্রকাশ পাচ্ছিল। আর তা ছিল আমাদের কাছে লাল উট অপেক্ষাও অধিক প্রিয়। তিনি বললেন: যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমযানের সিয়াম পালন করে, যাকাত আদায় করে এবং সাতটি কবীরা গুনাহ থেকে বিরত থাকে, কিয়ামতের দিন তার জন্য জান্নাতের আটটি দরজাই উন্মুক্ত করে দেওয়া হবে, এমনকি তার নূর চারিদিকে ছড়িয়ে পড়বে। এরপর তিনি তিলাওয়াত করেনঃ
إِن تجتنبوا كَبَائِر مَا تنهون عَنهُ نكفر عَنْكُم سَيِّئَاتكُمْ وَنُدْخِلكُمْ مدخلًا كَرِيمًا
"তোমাদের যা নিষেধ করা হয়েছে, তার মধ্যে যা গুরুতর, তা হতে বিরত থাকলে আমি তোমাদের লঘুতর পাপগুলো মোচন করব এবং তোমাদের সম্মানজনক স্থানে দাখিল করব।" (সূরা নিসাঃ ৩১) (হাকিম বলেন: এ হাদীস সহীহ সনদে বর্ণিত।)
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
538 - وَعَن أبي هُرَيْرَة وَأبي سعيد رَضِي الله عَنْهُمَا قَالَا خَطَبنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَوْمًا فَقَالَ وَالَّذِي نَفسِي بِيَدِهِ ثَلَاث مَرَّات ثمَّ أكب فأكب كل رجل منا يبكي لَا نَدْرِي على مَاذَا حلف ثمَّ رفع رَأسه وَفِي وَجهه الْبُشْرَى وَكَانَت أحب إِلَيْنَا من حمر النعم
قَالَ مَا من رجل يُصَلِّي الصَّلَوَات الْخمس ويصوم رَمَضَان وَيخرج الزَّكَاة ويجتنب الْكَبَائِر السَّبع إِلَّا فتحت لَهُ أَبْوَاب الْجنَّة الثَّمَانِية يَوْم الْقِيَامَة حَتَّى إِنَّهَا لتصطفق ثمَّ تَلا {إِن تجتنبوا كَبَائِر مَا تنهون عَنهُ نكفر عَنْكُم سَيِّئَاتكُمْ وَنُدْخِلكُمْ مدخلًا كَرِيمًا} النِّسَاء 13
وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৩৮ | মুসলিম বাংলা