আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৫৩৯
পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৩৯. হযরত উসমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যতটুকু মনে পড়ে আসরের সালাত আদায়ের পর ফেরার পথে রাসূলুল্লাহ (সা) আমাদের নিকট হাদীস বর্ণনা করলেন। তিনি বললেনঃ আমি জানি না, আমি কি তোমাদের সাথে কথা বলব, না নীরব থাকব? তিনি বলেন, আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! যদি তা কল্যাণকর হয়, তাহলে আমাদের বলুন, আর অন্যথা হলে সে ব্যাপারে তো আল্লাহ ও তাঁর রাসূল সর্বাধিক জ্ঞাত। তিনি বললেন: কোন মুসলিম ব্যক্তি যদি পবিত্রতা অর্জন করে এবং আল্লাহ তার উপর যে পবিত্রতা অপরিহার্য করেছেন, তা পুরোপুরি অর্জন করে এবং তারপর এই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে এ সকল সালাত তার মধ্যবর্তী সময়ের গুনাহের কাফ্ফারা হয়ে যায়।
অন্য বর্ণনায় আছে যে, উসমান (রা) বলেন, আল্লাহর কসম। অবশ্যই আমি তোমাদের নিকট হাদীস বর্ণনা করব। যদি আল্লাহর কিতাবে একটি আয়াত না থাকত, তাহলে আমি কখনোই তা তোমাদের নিকট বর্ণনা করতাম না। আমি রাসূলুল্লাহ-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি উযূ করবে, এরপর উত্তমরূপে সালাত আদায় করবে, সেই ব্যক্তির এই সালাত ও তার পূর্ববর্তী সালাতের মধ্যবর্তী সকল গুনাহ আল্লাহর তা'আলা ক্ষমা করে দেবেন।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন)
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
539 - وَعَن عُثْمَان رَضِي الله عَنهُ قَالَ حَدثنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عِنْد انصرافنا من صَلَاتنَا أرَاهُ قَالَ الْعَصْر
فَقَالَ مَا أَدْرِي أحدثكُم أَو أسكت قَالَ فَقُلْنَا يَا رَسُول الله إِن خيرا فحدثنا وَإِن كَانَ غير ذَلِك فَالله وَرَسُوله أعلم
قَالَ مَا من مُسلم يتَطَهَّر فَيتم الطَّهَارَة الَّتِي كتب الله عَلَيْهِ فَيصَلي هَذِه الصَّلَوَات الْخمس إِلَّا كَانَت كَفَّارَات لما بَينهَا
وَفِي رِوَايَة أَن عُثْمَان رَضِي الله عَنهُ قَالَ وَالله لأحدثكم حَدِيثا لَوْلَا آيَة فِي كتاب الله مَا حَدَّثتكُمُوهُ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا يتَوَضَّأ رجل فَيحسن وضوءه ثمَّ يُصَلِّي الصَّلَاة إِلَّا غفر الله لَهُ مَا بَينهَا وَبَين الصَّلَاة الَّتِي تَلِيهَا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান