আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ৩১৪
অধ্যায়ঃ পবিত্রতা
উযূর ব্যাপারে যত্নবান হওয়া ও নতুন উযূ করার প্রতি অনুপ্রেরণা
৩১৪. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: তোমরা দ্বীনের উপর অবিচল থাক, যদিও তা তোমরা আয়ত্তে রাখতে পারবে না। আর জেনে রেখ, তোমাদের আমলসমূহের মধ্যে সর্বোত্তম আমল হলো সালাত। আর মুমিন ব্যতীত অন্য কেউ উযূর ব্যাপারে যত্নবান হয় না।
(ইবন মাজাহ সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেন। হাকিম হাদীসটি বর্ণনা করেন এবং বলেন, বুখারী-মুসলিমের শর্তে হাদীসটি সহীহ। আবূ বিলাল আশআরীর সন্দেহ ব্যতীত আর এতে কোন ত্রুটি নেই। ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে আবূ বিলালের সূত্র ব্যতীত বর্ণনা করেন। তিনি হাদীসের প্রথমাংশে বলেনঃ سددوا وقاربوا "তোমরা সরলতা অবলম্বন কর এবং তোমরা (আল্লাহর) নৈকট্যলাভে অগ্রসর হও এবং তোমাদের কাজের মধ্যে সর্বোত্তম কাজ হল সালাত।" হাদীসের শেষ পর্যন্ত।
ইবন মাজাহ অধিকন্তু লায়স ইব্ন আবু সালীম থেকে, তিনি মুজাহিদ থেকে, তিনি আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণনা করেন। উল্লেখিত হাদীসটি আবু হাফস দিমাশকীর সূত্র হতে উত্তম। কেননা তিনি একজন অজ্ঞাত রাবী, যা হযরত আবু উমামা (রা) সূত্রে মারফু সনদে বর্ণিত।)
(ইবন মাজাহ সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেন। হাকিম হাদীসটি বর্ণনা করেন এবং বলেন, বুখারী-মুসলিমের শর্তে হাদীসটি সহীহ। আবূ বিলাল আশআরীর সন্দেহ ব্যতীত আর এতে কোন ত্রুটি নেই। ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে আবূ বিলালের সূত্র ব্যতীত বর্ণনা করেন। তিনি হাদীসের প্রথমাংশে বলেনঃ سددوا وقاربوا "তোমরা সরলতা অবলম্বন কর এবং তোমরা (আল্লাহর) নৈকট্যলাভে অগ্রসর হও এবং তোমাদের কাজের মধ্যে সর্বোত্তম কাজ হল সালাত।" হাদীসের শেষ পর্যন্ত।
ইবন মাজাহ অধিকন্তু লায়স ইব্ন আবু সালীম থেকে, তিনি মুজাহিদ থেকে, তিনি আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণনা করেন। উল্লেখিত হাদীসটি আবু হাফস দিমাশকীর সূত্র হতে উত্তম। কেননা তিনি একজন অজ্ঞাত রাবী, যা হযরত আবু উমামা (রা) সূত্রে মারফু সনদে বর্ণিত।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْمُحَافظَة على الْوضُوء وتجديده
314 - عَن ثَوْبَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اسْتَقِيمُوا وَلنْ تُحْصُوا وَاعْلَمُوا أَن خير أَعمالكُم الصَّلَاة وَلنْ يحافظ على الْوضُوء إِلَّا مُؤمن
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَلَا عِلّة لَهُ سوى وهم أبي بِلَال الْأَشْعَرِيّ وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه من غير طَرِيق أبي بِلَال وَقَالَ فِي أَوله سددوا وقاربوا وَاعْلَمُوا أَن خير أَعمالكُم الصَّلَاة
الحَدِيث وَرَوَاهُ ابْن مَاجَه أَيْضا من حَدِيث لَيْث هُوَ ابْن أبي سليم عَن مُجَاهِد عَن عبد الله بن عمر من حَدِيث أبي حَفْص الدِّمَشْقِي وَهُوَ مَجْهُول عَن أبي أُمَامَة يرفعهُ
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَلَا عِلّة لَهُ سوى وهم أبي بِلَال الْأَشْعَرِيّ وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه من غير طَرِيق أبي بِلَال وَقَالَ فِي أَوله سددوا وقاربوا وَاعْلَمُوا أَن خير أَعمالكُم الصَّلَاة
الحَدِيث وَرَوَاهُ ابْن مَاجَه أَيْضا من حَدِيث لَيْث هُوَ ابْن أبي سليم عَن مُجَاهِد عَن عبد الله بن عمر من حَدِيث أبي حَفْص الدِّمَشْقِي وَهُوَ مَجْهُول عَن أبي أُمَامَة يرفعهُ
বর্ণনাকারী: