আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ৩১৩
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
৩১৩. হযরত আবূ আইয়ুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি নির্দেশিত নিয়মে উযূ করবে এবং সালাত আদায় করবে, তার পূর্বেকার বদ আমলের বিচ্যুতি ক্ষমা করে দেওয়া হবে।
(হাদীসটি নাসাঈ, ইবন মাজাহ ও ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেন। ইবন হিব্বান অতিরিক্ত বলেছেনঃ "তার পেছনের পাপরাশি ক্ষমা করে দেওয়া হবে।")
(হাদীসটি নাসাঈ, ইবন মাজাহ ও ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেন। ইবন হিব্বান অতিরিক্ত বলেছেনঃ "তার পেছনের পাপরাশি ক্ষমা করে দেওয়া হবে।")
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
313 - وَعَن أبي أَيُّوب رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من تَوَضَّأ كَمَا أَمر وَصلى كَمَا أَمر غفر لَهُ مَا تقدم من عمل
رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنه قَالَ غفر لَهُ مَا تقدم من ذَنبه
رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنه قَالَ غفر لَهُ مَا تقدم من ذَنبه