আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩১২
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
৩১২. হযরত উসমান ইব্‌ন আফ্ফান (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর নির্দেশ মুতাবিক পূর্ণরূপে উযূ করবে, তার এক ফরয সালাত থেকে অন্য ফরয সালাতের মধ্যকার সময়ের যাবতীয় পাপরাশি ক্ষমা করে দেওয়া হবে।
(ইমাম নাসাঈ ও ইবন মাজাহ সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
312 - وَعَن عُثْمَان بن عَفَّان رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أتم الْوضُوء كَمَا أمره الله فالصلوات المكتوبات كَفَّارَات لما بَينهُنَّ رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه بِإِسْنَاد صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান