আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩১৫
অধ্যায়ঃ পবিত্রতা
উযূর ব্যাপারে যত্নবান হওয়া ও নতুন উযূ করার প্রতি অনুপ্রেরণা
৩১৫. হযরত রবীআ জুরাশী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: তোমরা দ্বীনের উপর অবিচল থাক, আর দ্বীনের উপর থাকা কতইনা উত্তম। তোমরা উযূর ব্যাপারে যত্নবান হও। কেননা তোমাদের আমলসমূহের মধ্যে উত্তম আমল হলো সালাত। যমীনের ব্যাপারে তোমরা যত্নবান হও। কেননা যমীন সব কিছুর মূল।
তোমাদের মধ্যকার ভাল-মন্দ আমলকারীর যাবতীয় তথ্যাবলী যমীন প্রকাশ করে দেবে।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে ইব্‌ন লাহীয়া সূত্রে হাদীসটি বর্ণিত।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْمُحَافظَة على الْوضُوء وتجديده
315 - وَعَن ربيعَة الجرشِي أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اسْتَقِيمُوا وَنِعما إِن اسْتَقَمْتُمْ وحافظوا على الْوضُوء فَإِن خير أَعمالكُم الصَّلَاة وتحفظوا من الأَرْض فَإِنَّهَا أمكُم وَإنَّهُ لَيْسَ أحد عَامل عَلَيْهَا خيرا أَو شرا إِلَّا وَهِي مخبرة بِهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من رِوَايَة ابْن لَهِيعَة
قَالَ المملي الْحَافِظ عبد الْعَظِيم وَرَبِيعَة الجرشِي مُخْتَلف فِي صحبته وروى عَن عَائِشَة وَسعد وَغَيرهمَا قتل يَوْم مرج راهط
tahqiqতাহকীক:তাহকীক চলমান