আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ৩১৬
অধ্যায়ঃ পবিত্রতা
উযূর ব্যাপারে যত্নবান হওয়া ও নতুন উযূ করার প্রতি অনুপ্রেরণা
৩১৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যদি আমার উম্মতের উপর কষ্টকর মনে না করতাম, তাহলে আমি তাদের প্রত্যেক সালাতের সময় উযূ এবং প্রত্যেক উযূর সাথে মিসওয়াক করার নির্দেশ দিতাম।
(ইমাম আহমদ হাসান সনদে হাদীসটি বর্ণনা করেন।)
(ইমাম আহমদ হাসান সনদে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْمُحَافظَة على الْوضُوء وتجديده
316 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَوْلَا أَن أشق على أمتِي لأمرتهم عِنْد كل صَلَاة بِوضُوء وَمَعَ كل وضوء بسواك
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن