আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩১৭
অধ্যায়ঃ পবিত্রতা
উযূর ব্যাপারে যত্নবান হওয়া ও নতুন উযূ করার প্রতি অনুপ্রেরণা
৩১৭. হযরত আবদুল্লাহ ইব্‌ন বুরায়দা (রা) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন যে, একদা রাসূলুল্লাহ (সা) হযরত বিলাল (রা)-কে ডেকে পাঠান। এরপর তিনি বলেনঃ হে বিলাল। কিসে তোমাকে আমার আগে জান্নাতে প্রবেশ করিয়েছে? আমি গতকাল জান্নাতে প্রবেশ করে আমার আগে তোমার চলার পদধ্বনি শুনতে পেয়েছি। হযরত বিলাল (রা) বললেনঃ ইয়া রাসুলাল্লাহ। আমি আযান দেওয়ার পরপরই দুই রাকাআত সালাত আদায় করি এবং উযূ ভঙ্গ হলে তখনই উযূ করে নিই। রাসূলুল্লাহ বললেনঃ এ কারণেই।
(ইবন খুযায়মার 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
[হাফিয আবদুল আযীম মুনযিরী (র) বলেন: রবীআ জুরাশী (রা)-এর সাহাবী হওয়া সম্পর্কে দ্বিমত রয়েছে। হযরত আয়েশা, সাদ (রা) এবং অন্যান্য সাহাবীদের থেকে তিনি হাদীস বর্ণনা করেছেন। তিনি মারজে রাহেতের দিন শাহাদতবরণ করেন।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْمُحَافظَة على الْوضُوء وتجديده
317 - وَعَن عبد الله بن بُرَيْدَة عَن أَبِيه رَضِي الله عَنْهُمَا قَالَ أصبح رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَوْمًا فَدَعَا بِلَالًا فَقَالَ يَا بِلَال بِمَ سبقتني إِلَى الْجنَّة إِنِّي دخلت البارحة الْجنَّة فَسمِعت خشخشتك أَمَامِي فَقَالَ بِلَال يَا رَسُول الله مَا أَذِنت قطّ إِلَّا صليت رَكْعَتَيْنِ وَلَا أصابني حدث قطّ إِلَّا تَوَضَّأت عِنْده فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لهَذَا
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান