আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত
হাদীস নং: ৫৫
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৫৫. হযরত আদী ইব্ন হাতিম (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: কিয়ামতের দিন লোকদের জান্নাতের কাছে আনয়নের নির্দেশ দেওয়া হবে, তাদেরকে জান্নাতের এত সন্নিকটে নিয়ে আসা হবে যে, তারা জান্নাতের সুবাস পেতে থাকবে এবং জান্নাতের বালাখানা এবং জান্নাতে জান্নাতীদের জন্য আল্লাহ্ যা নির্ধারণ করে রেখেছেন, সেগুলোর প্রতি দৃষ্টিপাত করবে। তাদের ডেকে বলা হবে, তাদেরকে জান্নাতের নিকট থেকে সরিয়ে নাও। তাদের জন্য জান্নাতে কোন হিস্সা নেই। তারা এমন লজ্জাবনত মস্তকে প্রত্যাবর্তনে বাধ্য হবে যে, পূর্ববর্তী কাউকে তেমনটি করতে হয়নি। তারা বলবে, হে আমাদের প্রতিপালক! আপনি আপনার বন্ধুদের জন্য জান্নাতে যে নিয়ামতরাশি রেখেছেন তা আমাদের না দেখিয়ে যদি (আমাদের) জাহান্নামে প্রবেশ করাতেন, তাহলে তা আমাদের জন্য সহজতর হতো। তিনি বলবেন, আমি তোমাদের জন্য এরূপই ইচ্ছা পোষণ করেছি। তোমরা নির্জনে জঘন্যতম অপরাধ করতে আর যখন লোকের সাথে সাক্ষাত হতো নিজদেরকে আল্লাহভীরু বলে যাহির করতে। তোমাদের অন্তরের বিপরীত কর্মকাণ্ড করতে লোকদের দেখানোর জন্য আর ভয় করতে মানুষকে, আমাকে ভয় করতে না। মানুষকে বড় ভাবতে, আমাকে পরোয়া করতে না। লোকের ভয়ে তোমরা মন্দকাজ পরিহার করতে কিন্তু আমার ভয়ে নয়। আজ আমি তোমাদের সওয়াব থেকে বঞ্চিত করে মর্মান্তিক শাস্তি আস্বাদন করাব।
(ইমাম তাবরানী 'কাবীর' গ্রন্থে এবং ইমাম বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইমাম তাবরানী 'কাবীর' গ্রন্থে এবং ইমাম বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
55 - وَرُوِيَ عَن عدي بن حَاتِم قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يُؤمر يَوْم الْقِيَامَة بناس من النَّاس إِلَى الْجنَّة حَتَّى إِذا دنوا مِنْهَا واستنشقوا رِيحهَا ونظروا إِلَى قُصُورهَا وَمَا أعد الله
لاهلها فِيهَا نُودُوا أَن اصرفوهم عَنْهَا لَا نصيب لَهُم فِيهَا فيرجعون بحسرة مَا رَجَعَ الْأَولونَ بِمِثْلِهَا فَيَقُولُونَ رَبنَا لَو أدخلتنا النَّار قبل أَن ترينا مَا أريتنا من ثوابك وَمَا أَعدَدْت فِيهَا لاوليائك كَانَ أَهْون علينا قَالَ ذَاك أردْت بكم كُنْتُم إِذا خلوتم بارزتموني بالعظائم وَإِذا لَقِيتُم النَّاس لقيتموهم مخبتين تراؤون النَّاس بِخِلَاف مَا تعطوني من قُلُوبكُمْ هبتم النَّاس وَلم تهابوني وأجللتم النَّاس وَلم تجلوني وتركتم للنَّاس وَلم تتركوني الْيَوْم أذيقكم أَلِيم الْعَذَاب مَعَ مَا حرمتم من الثَّوَاب
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَيْهَقِيّ
لاهلها فِيهَا نُودُوا أَن اصرفوهم عَنْهَا لَا نصيب لَهُم فِيهَا فيرجعون بحسرة مَا رَجَعَ الْأَولونَ بِمِثْلِهَا فَيَقُولُونَ رَبنَا لَو أدخلتنا النَّار قبل أَن ترينا مَا أريتنا من ثوابك وَمَا أَعدَدْت فِيهَا لاوليائك كَانَ أَهْون علينا قَالَ ذَاك أردْت بكم كُنْتُم إِذا خلوتم بارزتموني بالعظائم وَإِذا لَقِيتُم النَّاس لقيتموهم مخبتين تراؤون النَّاس بِخِلَاف مَا تعطوني من قُلُوبكُمْ هبتم النَّاس وَلم تهابوني وأجللتم النَّاس وَلم تجلوني وتركتم للنَّاس وَلم تتركوني الْيَوْم أذيقكم أَلِيم الْعَذَاب مَعَ مَا حرمتم من الثَّوَاب
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَيْهَقِيّ


বর্ণনাকারী: