হযরত আদী ইবনে হাতিম (রাঃ)

عدي بن حاتم بن عبد الله بن سعد الطائي

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান):

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত 'আদী ইবন হাতিম রাযি. আরবের বিখ্যাত তাঈ গোত্রের লোক। তাঁর উপনাম আবূ তারীফ। প্রসিদ্ধ দানবীর হাতেম তাঈ তাঁর পিতা। তিনি খ্রিষ্টধর্মের অনুসারী ছিলেন। তিনি হিজরী ৯ম সালে, কারও মতে ১০ম সালে ইসলাম গ্রহণ করেন। তাদের এলাকায় মুসলিমগণ হামলা চালালে তিনি পালিয়ে প্রাণ রক্ষা করেছিলেন। তাঁর বোন সাফ্ফানা বন্দী হন। বন্দী অবস্থায় নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের সামনে তাকে হাজির করা হলে তিনি নিজ পরিচয় ব্যক্ত করেন। নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম তার পিতার প্রশংসা করেন এবং তার সাথে অত্যন্ত সৌজন্যমূলক আচরণ করেন। সে আচরণে মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করেন। তারপর নিজ এলাকায় ফিরে যান। সেখানে ভাই 'আদীর সাথে সাক্ষাৎ করেন এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের সাথে দেখা করতে উৎসাহিত করেন। হযরত আদী রাযি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে দেখা করলেন। তিনি বলেন, আমি মসজিদে নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের সামনে উপস্থিত হলাম। আমাকে দেখে লোকে বলল, এই যে 'আদী... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

عَدِيُّ بنُ حَاتِمِ بنِ عَبْدِ اللهِ بنِ سَعْدٍ الطَّائِيُّ ابْنِ الحَشْرَجِ بنِ امْرِئِ القَيْسِ بنِ عَدِيٍّ، الأَمِيْرُ، الشَّرِيْفُ، أَبُو وَهْبٍ، وَأَبُو طَرِيْفٍ الطَّائِيُّ، صَاحِبُ النَّبِيِّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَلَدُ حَاتِمِ طَيٍّ الَّذِي يُضْرَبُ بِجُوْدِهِ المَثَلُ.وَفَدَ عَدِيٌّ عَلَى النَّبِيِّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي وَسْطِ سَنَةِ سَبْعٍ، فَأَكْرَمَهُ، وَاحْتَرَمَهُ. لَهُ: أَحَادِيْثُ. رَوَى عَنْهُ: الشَّعْبِيُّ، وَمُحِلُّ بنُ خَلِيْفَةَ، وَسَعِيْدُ بنُ جُبَيْرٍ، وَخَيْثَمَةُ بنُ عَبْدِ الرَّحْمَنِ، وَتَمِيْمُ بنُ طَرَفَةَ، وَعَبْدُ اللهِ بنُ مَعْقِلٍ المُزَنِيُّ، وَمُصْعَبُ بنُ سَعْدٍ، وَهَمَّامُ بنُ الحَارِثِ، وَأَبُو إِسْحَاقَ السَّبِيْعِيُّ، وَآخَرُوْنَ. وَكَانَ أَحَدَ مَنْ قَطَعَ بَرِّيَّةَ السَّمَاوَةِ مَعَ خَالِدِ بنِ الوَلِيْدِ إِلَى الشَّامِ، وَقَدْ وَجَّهَهُ خَالِدٌ بِالأَخْمَاسِ إِلَى الصِّدِّيْقِ، نَزَلَ الكُوْفَةَ مُدَّةً، ثُمَّ قَرْقِيْسِيَا مِنَ الجَزِيْرَةِ. أَيُّوْبُ السَّخْتِيَانِيُّ: عَنِ ابْنِ سِيْرِيْنَ، عَنْ أَبِي عُبَيْدَةَ بنِ حُذَيْفَةَ، قَالَ: كُنْتُ أَسْأَلُ النَّاسَ عَنْ حَدِيْثِ عَدِيِّ بنِ حَاتِمٍ، وَهُوَ إِلَى جَنْبِي لاَ آتِيْهِ، ثُمَّ أَتَيْتُهُ، فَسَأَلْتُهُ، فَقَالَ: بُعِثَ النَّبِيُّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَكَرِهْتُهُ، ثُمَّ كُنْتُ بِأَرْضِ الرُّوْمِ، فَقُلْتُ: لَوْ أَتَيْتُ هَذَا الرَّجُلَ، فَإِنْ كَانَ صَادِقاً تَبِعْتُهُ. فَلَمَّا... বিস্তারিত পড়ুন