আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত
হাদীস নং: ৫৭
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৫৭. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: শেষ যামানায় আমার উম্মত তিন দলে বিভক্ত হয়ে পড়বে। একদল নিষ্ঠার সাথে ইবাদত করবে। আরেক দল আল্লাহর ইবাদত করবে লোক দেখানোর জন্য। আরেক দল ইবাদত করবে লোকদের কাছ থেকে সম্পদ আহরণের উদ্দেশ্যে। কিয়ামতের দিন আল্লাহ্ তাদের একত্রিত করবেন এবং যে ব্যক্তি লোকদের নিকট থেকে সম্পদ আহরণ করত, তাকে জিজ্ঞেস করবেন, তুই আমার মাহাত্ম্য ও মর্যাদার শপথ করে বল, আমার ইবাদত দ্বারা তোর অভীষ্ট কি ছিল? সে বলবে, আপনার মাহাত্ম্য ও বুযর্গীর শপথ, আমি লোকদের নিকট থেকে সম্পদ পাওয়ার উদ্দেশ্যে ইবাদত করতাম। তিনি বলবেন, তোর সম্পদ তোর কোন কাজে আসেনি। তোমরা (ফিরিশতাকুল!) তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। তারপর তিনি রিয়াকার ইবাদতকারীকে বলবেন, তুই আমার মাহাত্ম্য ও বুযর্গীর শপথ করে বল, আমার ইবাদতের দ্বারা তোর অভীষ্ট কি ছিল? সে বলবে, আপনার মাহাত্ম্য ও বুযর্গীর শপথ, লোক দেখানো এর উদ্দেশ্য ছিল। তিনি বলবেন, তাই তোর ইবাদতের কানাকড়িও আমার কাছে পৌঁছেনি। তোমরা (ফিরিশতাকুল) তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও! তারপর তিনি খালিস ইবাদতকারীকে বলবেন, আমার মাহাত্ম্য ও বুযর্গীর শপথ করে বল, আমার ইবাদতের দ্বারা তোমার অভীষ্ট কি ছিল? সে বলবে, আপনার মাহাত্ম্য ও বুযর্গীর শপথ করে বলছি, আপনিই সর্বাধিক জ্ঞাত যে, আমি কার উদ্দেশ্যে ইবাদত করেছি। আমি আপনার উদ্দেশ্যে এবং আপনার সন্তুষ্টির জন্যই ইবাদত করেছি। তিনি বলবেন, আমার বান্দা যথার্থই বলেছে। তোমরা তাকে জান্নাতে নিয়ে যাও।
(এই হাদীসটি ইমাম তাবরানী (র) তাঁর 'আওসাত' গ্রন্থে বর্ণনা করেছেন, যা উবায়দ ইবন ইসহাক আত্তার (র)-এর কয়েকটি রিওয়ায়াতের একটি। তাঁর অপরাপর বর্ণনাগুলো বিশ্বস্ত সনদে বর্ণিত। এ হাদীসটি ইমাম বায়হাকী (র) হযরত আনাস ইব্ন মালিক (রা)-এর মুক্ত দাস থেকে বর্ণনা করেছেন, যার নাম তিনি উল্লেখ করেন নি। হযরত আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন... অতঃপর তিনি হাদীসটি সংক্ষেপে বর্ণনা করেন।)
(এই হাদীসটি ইমাম তাবরানী (র) তাঁর 'আওসাত' গ্রন্থে বর্ণনা করেছেন, যা উবায়দ ইবন ইসহাক আত্তার (র)-এর কয়েকটি রিওয়ায়াতের একটি। তাঁর অপরাপর বর্ণনাগুলো বিশ্বস্ত সনদে বর্ণিত। এ হাদীসটি ইমাম বায়হাকী (র) হযরত আনাস ইব্ন মালিক (রা)-এর মুক্ত দাস থেকে বর্ণনা করেছেন, যার নাম তিনি উল্লেখ করেন নি। হযরত আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন... অতঃপর তিনি হাদীসটি সংক্ষেপে বর্ণনা করেন।)
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
57 - وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا كَانَ آخر الزَّمَان صَارَت أمتِي ثَلَاث فرق فرقة يعْبدُونَ الله خَالِصا وَفرْقَة يعْبدُونَ الله رِيَاء وَفرْقَة يعْبدُونَ الله ليستأكلوا بِهِ النَّاس فَإِذا جمعهم الله يَوْم الْقِيَامَة قَالَ للَّذي يستأكل النَّاس بعزتي وَجَلَالِي مَا أردْت بعبادتي فَيَقُول وَعزَّتك وجلالك أستأكل بِهِ النَّاس قَالَ لم ينفعك مَا جمعت انْطَلقُوا بِهِ إِلَى النَّار ثمَّ يَقُول للَّذي كَانَ يعبده رِيَاء بعزتي وَجَلَالِي مَا أردْت بعبادتي قَالَ بعزتك وجلالك رِيَاء النَّاس قَالَ لم يصعد إِلَيّ مِنْهُ شَيْء انْطَلقُوا بِهِ إِلَى النَّار ثمَّ يَقُول للَّذي كَانَ يعبده خَالِصا بعزتي وَجَلَالِي مَا أردْت بعبادتي قَالَ بعزتك وجلالك أَنْت أعلم بذلك من أردْت بِهِ أردْت بِهِ ذكرك ووجهك قَالَ صدق عَبدِي انْطَلقُوا بِهِ إِلَى الْجنَّة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة عبيد بن إِسْحَاق الْعَطَّار وَبَقِيَّة رُوَاته ثِقَات وَالْبَيْهَقِيّ عَن مولى أنس وَلم يسمه قَالَ قَالَ أنس قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَذكره بِاخْتِصَار
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة عبيد بن إِسْحَاق الْعَطَّار وَبَقِيَّة رُوَاته ثِقَات وَالْبَيْهَقِيّ عَن مولى أنس وَلم يسمه قَالَ قَالَ أنس قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَذكره بِاخْتِصَار
