আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত
হাদীস নং: ৫৮
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৫৮. হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: কিয়ামতের দিন এমন আমলসমূহ আল্লাহর সম্মুখে পেশ করা হবে, যা থাকবে মোহরাঙ্কিত। আল্লাহ্ তা'আলা বলবেন, তার এই আমল ছুঁড়ে মার এবং এগুলো কবুল কর। ফিরিশতাগণ বলবেন, হে পরওয়ারদিগার! আপনার মাহাত্ম্য ও বুযর্গীর কসম, আমরা তো কল্যাণ ও নেক আমলই দেখছি। আল্লাহ্ বলবেন, সে এগুলো আমি ব্যতীত অপরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে করেছে। যে আমল আমার উদ্দেশ্যে করা হয়নি, তা আমি কবুল করব না।
(ইমাম বাযযার এবং তাবরানী দুটি সনদে এ হাদীসটি উল্লেখ করেছেন। সনদ দু'টির একটি সহীহ সনদে বর্ণিত। বায়হাকীও হাদীসটি বর্ণনা করেছেন।)
(ইমাম বাযযার এবং তাবরানী দুটি সনদে এ হাদীসটি উল্লেখ করেছেন। সনদ দু'টির একটি সহীহ সনদে বর্ণিত। বায়হাকীও হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
58 - وَعنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يُؤْتى يَوْم الْقِيَامَة بصحف مختمة فتنصب بَين
يَدي الله تَعَالَى فَيَقُول تبَارك وَتَعَالَى ألقوا هَذِه واقبلوا هَذِه فَتَقول الْمَلَائِكَة وَعزَّتك وجلالك مَا رَأينَا إِلَّا خيرا فَيَقُول الله عز وَجل إِن هَذَا كَانَ لغير وَجْهي وَإِنِّي لَا أقبل إِلَّا مَا ابْتغِي بِهِ وَجْهي
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ رُوَاة أَحدهمَا رُوَاة الصَّحِيح وَالْبَيْهَقِيّ
يَدي الله تَعَالَى فَيَقُول تبَارك وَتَعَالَى ألقوا هَذِه واقبلوا هَذِه فَتَقول الْمَلَائِكَة وَعزَّتك وجلالك مَا رَأينَا إِلَّا خيرا فَيَقُول الله عز وَجل إِن هَذَا كَانَ لغير وَجْهي وَإِنِّي لَا أقبل إِلَّا مَا ابْتغِي بِهِ وَجْهي
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ رُوَاة أَحدهمَا رُوَاة الصَّحِيح وَالْبَيْهَقِيّ
