আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং: ৫৪
ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৫৪. হযরত কাসিম ইব্ন মুখায়মিরা (রা) থেকে বর্ণিত, নবী করীম (সা) বলেছেনঃ যে আমলে সরিষা পরিমাণ রিয়া রয়েছে আল্লাহ্ তা'আলা তা কবুল করেন না।
(ইব্ন জারীর তাবারী মুরসাল সনদে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الإخلاص
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
54 - وَعَن الْقَاسِم بن مخيمرة أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يقبل الله عملا فِيهِ مِثْقَال حَبَّة من خَرْدَل من رِيَاء
رَوَاهُ ابْن جرير الطَّبَرِيّ مُرْسلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৪ | মুসলিম বাংলা