শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

شرح معاني الآثار المختلفة المروية عن رسول الله صلى الله عليه وسلم في الأحكام

১. পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭৪৬
২৬- হাড্ডি দ্বারা ইস্তিঞ্জা করা প্রসঙ্গে
৭৪৬। ইউনুস (রাযিঃ)..... আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) হাড্ডি ও পশুর মল দিয়ে ইস্তিঞ্জা করতে নিষেধ করেছেন।
بَابُ الِاسْتِجْمَارِ بِالْعِظَامِ
746 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: أنا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ أَبِي عُثْمَانَ بْنِ سُنَّةَ الْخُزَاعِيِّ , عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَسْتَطِيبَ أَحَدٌ بِعَظْمٍ أَوْ بِرَوْثَةٍ»
হাদীস নং:৭৪৭
হাড্ডি দ্বারা ইস্তিঞ্জা করা প্রসঙ্গে
৭৪৭। ফাহাদ (রাহঃ)..... সালমান (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাদেরকে হাড্ডি ও গোবর দ্বারা ইস্তিঞ্জা করতে নিষেধ করা হয়েছে।
747 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا جَنْدَلُ بْنُ وَالِقٍ، قَالَ: ثنا حَفْصٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ سَلْمَانَ، قَالَ: «نُهِينَا أَنْ نَسْتَنْجِيَ، بِعَظْمٍ أَوْ رَجِيعٍ»
হাদীস নং:৭৪৮
হাড্ডি দ্বারা ইস্তিঞ্জা করা প্রসঙ্গে
৭৪৮। ইউনুস (রাহঃ)..... রাসূলুল্লাহ্ -এর জনৈক সাহাবা সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি লোকজনকে হাড়, পশুর মল ও চামড়া দ্বারা ইস্তিঞ্জা করতে নিষেধ করেছেন।
748 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ مُوسَى بْنِ أَبِي إِسْحَاقَ الْأَنْصَارِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّهُ نَهَى أَنْ يَسْتَطِيبَ أَحَدٌ بِعَظْمٍ أَوْ رَوْثَةٍ أَوْ جِلْدٍ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৭৪৯
আন্তর্জাতিক নং: ৭৫১
হাড্ডি দ্বারা ইস্তিঞ্জা করা প্রসঙ্গে
৭৪৯-৭৫১। হুসাইন ইব্‌ন নসর (রাহঃ), আবু বাকরা (রাহঃ) ও আলী ইবন আব্দুর রহমান (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) পশুর মল ও হাড্ডি দ্বারা ইস্তিঞ্জা করতে নিষেধ করেছেন । الرُّمَّة অর্থ হাড্ডি।
749 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا يَحْيَى بْنُ حَسَّانَ، قَالَ: ثنا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، ح.

750 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا صَفْوَانُ، قَالَ: ثنا ابْنُ عَجْلَانَ، ح

751 - وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا عَفَّانُ، قَالَ: ثنا وُهَيْبٌ، قَالَ: ثنا ابْنُ عَجْلَانَ، عَنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَسْتَنْجِيَ بِرَوْثٍ أَوْ رِمَّةٍ» , وَالرِّمَّةُ: الْعِظَامُ
হাদীস নং:৭৫২
হাড্ডি দ্বারা ইস্তিঞ্জা করা প্রসঙ্গে
৭৫২। মুহাম্মাদ ইব্ন হুমায়দ ইব্ন হিশাম রুয়ায়নী (রাহঃ)....... রুওয়ায়ফা‘ ইব্ন সাবিত আনসারী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বলেছেন, হে রুওয়ায়ফা‘ ইব্ন সাবিত ! সম্ভবত তোমার জীবন দীর্ঘতর হবে, তুমি লোকদেরকে সংবাদ দিয়ে দিবে, যে ব্যাক্তি পশুর মল বা হাড় দ্বারা ইস্তিঞ্জা করবে মুহাম্মাদ (ﷺ) তার প্রতি অস্তুষ্ট।

বিশ্লেষণ
ইমাম আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ এক দল আলিম এ মত গ্রহণ করেছেন যে, হাড় দ্বারা ইস্তিঞ্জা করবে না এবং তারা হাড় দ্বারা ইস্তিঞ্জাকারীর জন্য যে ব্যাক্তি ইস্তিঞ্জা করে না তার ন্যায় বিধান সাব্যস্ত করেছেন। তারা এ বিষয়ে এই সমস্ত (উল্লেখিত) হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন। পহ্মান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তোদের বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেন, হাড় দ্বারা ইস্তিঞ্জা করা থেকে এজন্য নিষেধ করা হয়নি যে, এর দ্বারা ইস্তিঞ্জা করা পাথর ইত্যাদি দ্বারা ইস্তিঞ্জার ন্যায় নয়, বরং এর থেকে এ জন্য নিষেধ করা হয়েছে, যেহেতু এটাকে জিনদের খাবার করা হয়েছে। তাই মানুষকে নির্দেশ দেয়া হয়েছে যেন তারা তাদের জন্য তা নাপাক না করে। বিষয়টি নিম্নরূপ বর্ণনা করা হয়েছে ঃ
752 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدِ بْنِ هِشَامٍ الرُّعَيْنِيُّ، قَالَ: ثنا أَصْبَغُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، عَنْ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ، أَنَّ شُيَيْمَ بْنَ بَيْتَانِ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ رُوَيْفِعَ بْنَ ثَابِتٍ الْأَنْصَارِيَّ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «يَا رُوَيْفِعَ بْنَ ثَابِتٍ ; لَعَلَّ الْحَيَاةَ سَتَطُولُ بِكَ فَأَخْبِرِ النَّاسَ أَنَّ مَنِ اسْتَنْجَى بِرَجِيعِ دَابَّةٍ أَوْ عَظْمٍ , فَإِنَّ مُحَمَّدًا مِنْهُ بَرِيءٌ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّهُ لَا يُسْتَنْجَى بِالْعِظَامِ , وَجَعَلُوا الْمُسْتَنْجِيَ بِهَا فِي حُكْمِ مَنْ لَمْ يَسْتَنْجِ. وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذِهِ الْآثَارِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: لَمْ يَنْهَ عَنِ الِاسْتِنْجَاءِ بِالْعَظْمِ لِأَنَّ الِاسْتِنْجَاءَ بِهِ لَيْسَ كَالِاسْتِنْجَاءِ بِالْحَجَرِ وَغَيْرِهِ , وَلَكِنَّهُ نَهَى عَنْ ذَلِكَ لِأَنَّهُ جُعِلَ زَادًا لِلْجِنِّ فَأَمَرَ بَنُو آدَمَ أَنْ لَا يَقْذُرُوهُ عَلَيْهِمْ. وَقَدْ بَيَّنَ ذَلِكَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৭৫৩
হাড্ডি দ্বারা ইস্তিঞ্জা করা প্রসঙ্গে
৭৫৩। হুসাইন ইব্ন নসর (রাহঃ)...... আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা গোবর এবং হাড় দ্বারা ইস্তিঞ্জা করবে না। কারণ এগুলো তোমাদের ভাই জিনদের খাবার।
753 - مَا حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ قَالَ: ثنا حَفْصُ بْنُ غِيَاثٍ , عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ , عَنِ الشَّعْبِيِّ , عَنْ عَلْقَمَةَ , عَنْ عَبْدِ اللهِ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسْتَنْجُوا بِعَظْمٍ وَلَا رَوْثٍ فَإِنَّهَا أَزْوِدَةُ إِخْوَانِكُمُ الْجِنِّ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৭৫৪
হাড্ডি দ্বারা ইস্তিঞ্জা করা প্রসঙ্গে
৭৫৪। আলী ইব্ন মা‘বাদ (রাহঃ)….. ইব্ন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, জিনেরা যখন শেষ রাতে মক্কার কোন এক ঘাটিতে রাসূলুল্লাহ (ﷺ)- এর সাথে সাহ্মাত করে তখন তারা তাঁকে নিজেদের খাবার সম্পর্কে জিজ্ঞাসা করে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, প্রত্যেক হাড় যা তোমাদের হাতে পতিত হয়, যার উপর আল্লাহর নাম নেয়া হয়েছে, তা গোশত দ্বারা পূর্ণ হয়ে যায়। আর গোবর হল তোমাদের জন্তুদের খাবার। তারা বলল, মানুষ তা আমাদের জন্য নাপাক করে দেয়। কথন তিনি (মানুষকে) বললেন, তোমরা পশুর মল এবং হাড় দ্বারা ইস্তিঞ্জা করবে না। কারণ তা তোমাদের ভাই জিনদের খাবার।
754 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، أَنَّهُ قَالَ: سَأَلَتِ الْجِنُّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي آخِرِ لَيْلَةٍ لَقِيَهُمْ فِي بَعْضِ شِعَابِ مَكَّةَ , الزَّادَ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ عَظْمٍ يَقَعُ فِي أَيْدِيكُمْ , قَدْ ذُكِرَ اسْمُ اللهِ عَلَيْهِ , أَوْفَرُ مَا يَكُونُ لَحْمًا , وَالْبَعْرُ يَكُونُ عَلَفًا لِدَوَابِّكُمْ» فَقَالَ: إِنَّ بَنِي آدَمَ يُنَجِّسُونَهُ عَلَيْنَا فَعِنْدَ ذَلِكَ قَالَ: «لَا تَسْتَنْجُوا بِرَوْثِ دَابَّةٍ وَلَا بِعَظْمٍ , إِنَّهُ زَادُ إِخْوَانِكُمْ مِنَ الْجِنِّ»
হাদীস নং:৭৫৫
আন্তর্জাতিক নং: ৭৫৬
হাড্ডি দ্বারা ইস্তিঞ্জা করা প্রসঙ্গে
৭৫৫-৭৫৬। রবীউল জীযী (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি রাসূলুল্লাহ (ﷺ) এর পিছনে পিছনে যেতে লাগলাম। তিনি তাঁর কোন এক কাজে বের হয়েছিলেন এবং তিনি (চলার পথে) এদিক-ওদিক তাকাতেন না।আমি তাঁর নিকটবর্তী হলাম এবং তাঁর দৃষ্টি আকর্ষণ করার জন্য গলা খাঁকারি দিলাম।তিনি বললেন, এ-কে ? আমি বললাম, আবু হুরায়রা ! বললেন, হে আবু হুরায়রা ! আমার জন্য কিছু পাথর তালাশ করে নিয়ে এস, তা দিয়ে আমি ইস্তিঞ্জা করব।কিন্তু হাড় এবং পশুর মল আনবে না।আবু হুরায়রা (রাযিঃ) বলেন, আমি তাঁর নিকট চাদরে বহন করে কিছু পাথর নিয়ে এলাম এবং তাঁর এক পাশে রেখে দিলাম।এরপর আমি তাঁর কাছ থেকে সরে পড়লাম।তিনি যখন তাঁর প্রয়োজন সারলেন, আমি তাঁর পিছনে অনুসরণ করলাম এবং তাঁকে পাথরসমূহ, হাড় ও পশুর মল সম্পর্কে জিজ্ঞাসা করলাম।তিনি বললেন, আমার নিকট ‘নাসিবীন’ এলাকার জিনদের প্রতিনিধি দল এসেছে, তারা কতইনা ভাল জিন।আমাকে তারা তাদের খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছে, আমি তাদের জন্য আল্লাহর দরবারে দুআ করেছি, তারা যে হাড় বা যে পশুর মলের নিকট দিয়ে অতিক্রম করবে তারা তাতে খাবার পাবে।

আহমদ ইব্ন দাউদ (রাহঃ)….. আমর ইব্ন ইয়াহয়া (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
বিশ্লেষণ
এই সমস্ত হাদীস দ্বারা প্রমাণিত হল যে, রাসূলুল্লাহ্ (ﷺ) জিনদের কারণে হাড় দিয়ে ইস্তিঞ্জা করতে নিষেধ করেছেন।এ জন্য নয় যে, তা পাক করে না, যেমনিভাবে পাথর (ঢেলা) পাক করে। এই সমস্ত মত যা আমরা পোষণ করেছি যে, হাড়ের দ্বারা ইস্তিঞ্জা করলে পবিত্রতা অর্জন হয়, ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসূফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান (রাহঃ)-এর অভিমত।
755 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، قَالَ: ثنا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْأَزْرَقِيُّ، قَالَ: ثنا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: اتَّبَعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَخَرَجَ فِي حَاجَةٍ لَهُ وَكَانَ لَا يَلْتَفِتُ فَدَنَوْتُ مِنْهُ , فَاسْتَأْنَسْتُ وَتَنَحْنَحْتُ. فَقَالَ: «مَنْ هَذَا؟» فَقُلْتُ: أَبُو هُرَيْرَةَ فَقَالَ: «يَا أَبَا هُرَيْرَةَ ابْغِنِي أَحْجَارًا أَسْتَطِيبُ بِهِنَّ وَلَا تَأْتِنِي بِعَظْمٍ وَلَا بِرَوْثٍ» قَالَ: فَأَتَيْتُهُ بِأَحْجَارٍ أَحْمِلُهَا فِي مَلَاةٍ فَوَضَعْتُهَا إِلَى جَنْبِهِ , ثُمَّ أَعْرَضْتُ عَنْهُ. فَلَمَّا قَضَى حَاجَتَهُ اتَّبَعْتُهُ فَسَأَلْتُهُ عَنِ الْأَحْجَارِ وَالْعَظْمِ وَالرَّوْثَةِ فَقَالَ: «إِنَّهُ جَاءَنِي وَفْدُ نَصِيبِينَ مِنَ الْجِنِّ وَنِعْمَ الْجِنُّ هُمْ فَسَأَلُونِي الزَّادَ , فَدَعَوْتُ اللهَ لَهُمْ أَنْ لَا يَمُرُّوا بِعَظْمٍ وَلَا بِرَوْثٍ إِلَّا وَجَدُوا عَلَيْهِ طَعَامًا»

756 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، قَالَ: ثنا عَمْرُو بْنُ يَحْيَى، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ فَثَبَتَ بِهَذِهِ الْآثَارِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا نَهَى عَنِ الِاسْتِنْجَاءِ بِالْعِظَامِ لِمَكَانِ الْجِنِّ لَا لِأَنَّهَا لَا تُطَهِّرُ كَمَا يُطَهِّرُ الْحَجَرُ. وَجَمِيعُ مَا ذَهَبْنَا إِلَيْهِ مِنَ الِاسْتِنْجَاءِ بِالْعِظَامِ أَنَّهُ يُطَهِّرُ. قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدِ بْنِ الْحَسَنِ , رَحِمَهُمُ اللهُ تَعَالَى